শেষ আপডেট: 8th January 2024 12:44
দ্য ওয়াল ব্যুরো: চিল্কা হ্রদে বেড়াতে গিয়ে আচমকাই হারিয়ে গেলেন কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রী পুরষোত্তম রূপালা। হ্রদের মাঝখানেই আটকে থাকলেন দুই ঘণ্টা। পরে অন্য নৌকা পাঠিয়ে উদ্ধার করা হয়। হ্রদে গিয়ে আটকে পড়েছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রও।
মৎস্যজীবীদের সঙ্গে দেখা করে তাঁদের অভাব অভিযোগের কথা শুনতে ওড়িশা সফরে গিয়েছিলেন পুরষোত্তম রূপালা । রবিবার ওড়িশার খুরদা থেকে পুরীর সাতপাড়া নৌকা সফরে যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর সঙ্গে নৌকায় ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ও স্থানীয় কয়েকজন নেতা। চিল্কা হ্রদে নলবন বার্ড স্যাংচুয়ারির কাছে আচমকাই নৌকাটি আটকে যায়। প্রাথমিকভাবে মৎসজীবীদের জালে নৌকাটি আটকে পড়েছিল বলে মনে করা হয়েছিল। পরে জানা যায়, হ্রদের মধ্যেই তৈরি হওয়া চরে আটকে যায় নৌকা।
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী আটকে পড়েছে শুনতেই হুলস্থূল বেঁধে যায়। তড়িঘড়ি সাতপাড়া থেকে নৌকা পাঠানো হয়। সেই নৌকা করেই মন্ত্রী সহ অন্যান্যদের উদ্ধার করা হয়। সাতপাড়ায় গিয়ে সাংবাদিকদের পুরুষোত্তম জানান, ‘‘অন্ধকার হয়ে এসেছিল। আমাদের নৌকার মাঝি এই রাস্তায় নতুন ছিলেন। তাই আমরা পথ হারিয়ে ফেলি। সাতপাড়া পৌঁছতে আমাদের দু’ঘণ্টা বেশি সময় লেগেছে।’’
এই ঘটনার জেরে পুরীর কৃষ্ণপ্রসাদ এলাকায় কেন্দ্রীয় মন্ত্রীর একটি অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়। নৌকা বিভ্রাট সেরে পুরী পৌঁছতে মন্ত্রীর প্রায় ১০ টা বেজে যায়। 'সাগর পরিক্রমা'-র ১১তম অনুষ্ঠানে যোগ দিতে ওড়িশায় গিয়েছিলেন পুরুষোত্তম। রবিবার তিনি গঞ্জাম জেলায় গোপালপুর হারবারে অনুষ্ঠানের উদ্বোধন করেন।