শেষ আপডেট: 27th September 2024 18:46
দ্য ওয়াল ব্যুরো: গত সাত বছরে ভারতে রেকর্ড হারে বেড়েছে মহিলা মজুরের সংখ্যা! মেয়েরাই ভারতের শ্রমশক্তির ভিতকে আরও শক্তপোক্ত করেছে। শুক্রবার মহিলাদের প্রচেষ্টাকে ‘নিঃশব্দে বিপ্লব’ বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, মোদী সরকারের জমানা অর্থাৎ বিগত সাত বছরে যেমন ছেলেদের তুলনায় মেয়েদের কাজে যোগ দেওয়ার প্রবণতা বেড়েছে। ঠিক তেমনই ছেলেদের থেকে কর্মক্ষেত্রে বেশি সময় মেয়েরা কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
পরোক্ষে মহিলাদের জন্য মোদি সরকারের নানা প্রকল্পের সুফল তুলে ধরে কেন্দ্রীয় শ্রম মন্ত্রীর দাবি, বর্তমানে ভারতের শ্রমশক্তিতে জোয়ার এসেছে। ছেলেদের তুলনায় মেয়েরাই এখন সব কাজে নেতৃত্ব দিচ্ছেন এবং আরও বেশি দায়িত্ব পালন করছেন। প্রচলিত ধ্যানধারণা ভেঙে মেয়েদের এমন পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন মোদী সরকারের মন্ত্রী।
কেন্দ্রীয় মন্ত্রীর আচমকা এমন দাবি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। পরিসংখ্যান দিয়ে শ্রম মন্ত্রী যতই দাবি করুন মহিলারা দেশের কর্মযজ্ঞে সামিল হয়েছেন। কিন্তু আদতে কী সত্যিই তাই?
বিরোধীদের দাবি, এসব ভাঁওতাবাজি করে আসলে লাভ কিছুই হবে না। বেটি বাঁচাও বেটি পড়াও-এর কথা ভুলে এখন মেয়েদের কাজে যোগ দেওয়ার বিষয়টিকেই তুলে ধরতে চাইছেন কেন্দ্রীয় মন্ত্রী। মোদীর মন্ত্রীর দাবিতেই স্পষ্ট দেশে মহিলা মজুরের সংখ্যা রীতিমতো দ্বিগুণ হয়েছে।
এর প্রভাব যে ভয়ঙ্কর হতে পারে সেই আশঙ্কা প্রকাশ করে বিরোধীদের অভিযোগ, লেখাপড়া ছেড়ে পরিবার চালানোর তাগিদেই ছোট বয়সেই অনেক মেয়েরা কাজে যোগ দিচ্ছেন। এতে শ্রমশক্তির বিকাশ ঘটলেও মেয়েদের বিকাশ কোথায়? তা নিয়ে উঠছে প্রশ্ন।