শেষ আপডেট: 25th January 2025 18:46
দ্য ওয়াল ব্যুরো: সময় গড়ালেও যমুনার দূষণ নিয়ে চিন্তা কিছুতেই পিছু ছাড়ছে না। মাস ঘুরলেই দিল্লি ভোট। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রচার। এবার ভোটে জিতে ক্ষমতায় এলে তিন বছরের মধ্যে যমুনা নদী পরিষ্কারের আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৫ সালের মধ্যে যমুনাকে দূষণমুক্ত করার আশ্বাস দিয়েছিলেন কেজরি। কিন্তু এখনও যমুনা দূষণমুক্ত হয়নি।
শনিবার বিজেপি দিল্লি ভোটের আগে এই নিয়ে তৃতীয় সংকল্পপত্র প্রকাশ করল। সাংবাদিক বৈঠক করে শাহ নতুন ইস্তাহারের বিষয়ে বলেন, ‘‘বিজেপি যদি ভোটে জিতে ক্ষমতায় আসে, ১৭০০ বেআইনি কলোনিকে আইনি স্বীকৃতি দেবে।’’
আগে এই কলোনিগুলির নির্মাণ বা বিক্রির অনুমতি ছিল না। বিজেপি ভোটে জিতে ক্ষমতায় এলে সম্পূর্ণ মালিকানা বুঝিয়ে তা কীভাবে নির্মাণ ও বিক্রির অধিকার দেওয়া যায় তা সুনিশ্চিত করবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন দিল্লির চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ওয়েলফেয়ার বোর্ড গঠন করা হবে। তাঁদের জন্য ১০ লক্ষ টাকার জীবন বিমার ব্যবস্থাও করা হবে এবং ৫ লাখ টাকার দুর্ঘটনা বিমা দেওয়া হবে। আগামী তিন বছরে পরিষ্কার হবে যমুনা। চালু হবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পও।
তবে এখানেই থেমে থাকেননি তিনি দিল্লির উন্নয়নের জন্য অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি। পরিষ্কার অভিযোগ জানান, “আপ ক্ষমতায় এসে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। আমি আমার রাজনৈতিক জীবনে কেজরিওয়ালের মতো মিথ্যাবাদী আর দেখিনি।’’
নির্বাচনী ইস্তাহারে বিজেপি আগেই জানিয়েছিল, দিল্লিতে ক্ষমতায় এলে তারা মহিলা সমৃদ্ধি যোজনা চালু করে মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা সাম্মানিক দেবে। পাশাপাশি ৫০০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার কথাও বলা হয়েছে। এছাড়াও রয়েছে দোল এবং দীপাবলিতে বিনামূল্যে একটি করে সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতিও। এবার সেই তালিকা আরও দীর্ঘ হল।