শেষ আপডেট: 14th January 2025 17:41
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার মকর সংক্রান্তি উপলক্ষে মেতে উঠলেন ঘুড়ি ওড়ানোর উৎসবে। উত্তরায়ণে তিনি আমদাবাদের শান্তিনিকেতন সোসাইটির ছাদে অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে ওড়ালেন ঘুড়ি। আমদাবাদের সাংসদ ছাদে উঠেই আশপাশের বাড়ির ছাদে অপেক্ষায় থাকা শয়ে শয়ে মানুষের দিকে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। তারপর চোস্ত হাতে ঘুড়ি ওড়ালেন। মকর সংক্রান্তি বা উত্তরায়ণ উপলক্ষে গুজরাতে ঘুড়ি উৎসব এক অতি প্রাচীন প্রথা।
এদিন শাহের সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সোসাইটির লোকজন তাঁদের সাদরে অভ্যর্থনা জানান। সোসাইটিকে সাজানো হয় রংবেরঙের বেলুন ও ঘুড়ি দিয়ে। করা হয় রঙ্গোলি। প্রতিবেশীরা ঢোল-নাগাড়া নিয়ে অপেক্ষাতেই ছিলেন। তবে শুধু মন্ত্রীদের জন্য নয়, এই ঘুড়ি উৎসবে রাজ্যের সর্বত্রই এইভাবেই আনন্দ পালন করে থাকেন মানুষজন। যা দেখতে বহু মানুষ এই সময় গুজরাত-আমদাবাদ সফরে আসেন।
উত্তরায়নে ঘুড়ি উৎসবে আমদাবাদের আকাশ-বাতাস জুড়ে এদিন ছিল চিল-চিৎকার কাই পো চে অর্থাৎ ভোঁকাট্টা। গোটা আকাশে যেন লাখে লাখে রঙের বিন্দু উড়ে উড়ে বেড়াচ্ছিল। দুদিন ধরে চলবে এই ঘুড়ি উৎসব। বিশেষত পুরনো আমদাবাদে। সে কারণে এই উৎসবকে ঘিরে ইদানীং বেড়ে উঠেছে ‘ছাদ ব্যবসা’র রমরমা। প্রতি বছর এই উৎসবের জনপ্রিয়তা বাড়তে থাকায় প্রতিযোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে। কিন্তু প্রতিযোগিতার জায়গার অভাব পড়তেই শুরু হয়ে গিয়েছে গুজরাতি বেনিয়াদের বেওসার মনোভাব। তাই বাড়ির ছাদ ভাড়া দিচ্ছেন অনেকেই।
#WATCH | Union Home Minister Amit Shah and Gujarat CM Bhupendra Patel celebrate Makar Sankranti in Ahmedabad pic.twitter.com/NSZiLAkn5T
— ANI (@ANI) January 14, 2025
শুধু সেই প্রতিযোগিতা দেখার জন্য নয়, প্রতিযোগীদের জন্যও ছাদ ভাড়া দেওয়া হচ্ছে। এর জন্য আগাম বুকিংও করতে হচ্ছে। এই পর্যটনকে কেন্দ্র করে এজেন্টদের রমরমাও বাড়ছে সেখানে। প্যাকেজ হিসাবে মেলে ধরা হচ্ছে। সেই প্যাকেজে অতিথিদের দেওয়া হচ্ছে নানা রকম তরল পানীয়, মুখরোচক খাবার। ব্যবস্থা করা হচ্ছে গানের। থাকছে গা-হাত-পা মাসাজ করার লোকও। কয়েক বছর আগে এই ব্যবসা শুরু হয়।
গুজরাতে ঘুড়ি অন্যতম বড় ব্যবসা। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, দেশের ৪০ শতাংশ ঘুড়ি তৈরি হয় এই রাজ্যে। ঘুড়ি ওড়ানোর জন্যও পুরনো আমদাবাদ বেশ জনপ্রিয় ওই রাজ্যে। সেখানে ৪০০-৫০০টি এমন ছাদ রয়েছে যেগুলি ভাড়া দেওয়া হয়। মকর সংক্রান্তির দু’দিনে এই পর্যটন থেকে এক একজন বাড়ির মালিক এক লক্ষ টাকা পর্যন্ত আয় করেন বলে স্থানীয় সূত্রের দাবি।