শেষ আপডেট: 5th July 2024 18:24
দ্য ওয়াল ব্যুরো: নিট-ইউজি ২০২৪ পরীক্ষা বাতিলের বিরোধিতা করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সুপ্রিম কোর্টে এক হলফনামা পেশ করে কেন্দ্র জানায়, গোটা পরীক্ষাকে বাতিল করলে লক্ষ লক্ষ পরীক্ষার্থী প্রভাবিত হবে।
হলফনামায় কেন্দ্র জানিয়েছে, সর্বত্র প্রশ্নফাঁস বা পরীক্ষার গোপনীয়তা ভঙ্গ হয়েছে, এমন কোনও প্রমাণ এখনও মেলেনি। কেউ এরকম প্রমাণও দেখাতে পারেনি। ফলে পরীক্ষাটি যদি বাতিল করা হয়, তাহলে তা লক্ষ লক্ষ সৎ পরীক্ষার্থীর ভবিষ্যৎকে বিপন্ন করতে পারে। উল্লেখ্য, আগামিকাল, ৬ জুলাই, শনিবারের মধ্যে নিট-ইউজি-র কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হওয়ার কথা। সুপ্রিম কোর্টের নির্দেশে কাউন্সেলিংয়ে কোনও বাধা আসেনি।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে এই হলফনামাটি এদিন দেওয়া হয়, তার কারণ আগামী ৮ জুলাই নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ সংক্রান্ত গুচ্ছ মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।
শিক্ষামন্ত্রক হলফনামায় যেটুকু প্রামাণ্য তথ্য সামনে এসেছে তাতে বাস্তবিক উদ্বেগের কারণ আছে বলে মেনে নিয়েছে। সে ব্যাপারে পদক্ষেপের কথাও জানিয়েছে কেন্দ্র। তবে গোটা পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষা নেওয়ার যে আবেদন এসেছে তা যেন বাতিল করা হয়, বলেছে মন্ত্রক।
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা স্বচ্ছভাবে নিতে সরকার দায়বদ্ধ বলে জানিয়ে মন্ত্রক সর্বোচ্চ আদালতকে এই বলে আশ্বস্ত করেছে যে, দোষীদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। প্রশ্নফাঁস বা পরীক্ষার গোপনীয়তা ভঙ্গ হয়ে থাকলে তাদের বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নেবে সরকার। একইসঙ্গে অনিয়মের অভিযোগ ওঠায় সিবিআই তদন্ত, পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ-কে ঢেলে সাজার ব্যাপারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথাও শীর্ষ আদালতকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।