শেষ আপডেট: 1st February 2025 13:10
দ্য ওয়াল ব্যুরো: ইন্টারনেট জুড়বে স্কুল। ইন্টারনেট জুড়বে স্বাস্থ্যকেন্দ্র। ‘বিকশিত ভারতে'র লক্ষ্যে এক কদম এগোতে এবং দেশের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার আধুনিকীকরণ ঘটাতে একগুচ্ছ পরিকল্পনা নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
আজকের বাজেটে অন্যান্য বিষয়ের মতো নজরে ছিল শিক্ষা। বাজেট বিবৃতিতে অর্থমন্ত্রী জানান, দেশের মাধ্যমিক বিদ্যালয় ও গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে। পড়ুয়াদের ঔৎসুক্য ও বিজ্ঞানমনস্কতা বাড়াতে স্কুলগুলিতে বসানো হবে ৫০ হাজার অটল টিঙ্কারিং ল্যাব (এটিএল)।
তবে শুধুই প্রযুক্তি নয়। পাঠ্যবই থেকে যাতে ছেলেমেয়েদের নজর ঘুরে না যায়, তার জন্য আনা হয়েছে নতুন প্রকল্প। যার নাম ‘ভারতীয় ভাষা পুস্তক স্কিম’। এর ফলে সংশ্লিষ্ট পড়ুয়া বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন করবে তাদের মাতৃভাষায়। এটিএল স্কিম পুরোদস্তুর বাস্তবায়িত করার জন্য আগামি পাঁচ বছরের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যেও ইন্টারনেটকে কাজে লাগাতে চাইছে কেন্দ্র। এদিনের বাজেটে এই দিশাটিও ধরা দিয়েছে। আগামি তিন বছরের মধ্যে দেশের সমস্ত জেলা হাসপাতালে ‘ডেকেয়ার ক্যান্সার সেন্টার’ বসানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। যার মধ্যে ২০২৫-২৬ অর্থবর্ষে ২০০টি সেন্টার তৈরির আশ্বাস দিয়েছেন তিনি।
উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর বাজেট বক্তৃতায় আইআইটির সংখ্যা বৃদ্ধি করার ঘোষণা করেছেন। তিনি জানান, গত ১০ বছরে ২৩টি আইআইটিতে পড়ুয়ার সংখ্যা ১০০ শতাংশ বেড়েছে। এই বাজেটে ঘোষণা করা হয়েছে, ২০১৪ সালের পর তৈরি হওয়া ৫টি আইআইটিতে পরিকাঠামো বৃদ্ধি করা হবে সাড়ে ৬ হাজার পড়ুয়াদের জন্য।
পাশাপাশি নির্মলা সীতারামন জানিয়েছেন, গত ১০ বছরে ২৩টি আইআইটিতে পড়ুয়া সংখ্যা বেড়েছে ৬৫ হাজার থেকে ১ লক্ষ ৩৫ হাজার। এছাড়া এই বাজেটে এআই ক্ষেত্রকে শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্ত করার জন্য ৫০০ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব আনা হয়েছে।