শেষ আপডেট: 26th October 2024 22:44
দ্য ওয়াল ব্যুরো: পরপর বিমানে বোমাতঙ্কের আতঙ্ক ছড়ানোর অভিযোগে গত সপ্তাহতেই এক নাবালককে গ্রেফতার করেছিল পুলিশ। এবার গ্রেফতার করা হল এক ২৫ বছরের যুবককে। দিল্লির বাসিন্দা ওই যুবক বেকার বলে জানা গেছে। নিজের 'পরিচিতি' বাড়াতে এমনটা করেছিল সে বলে জানিয়েছে পুলিশকে।
১৪ অক্টোবর থেকে এখনও পর্যন্ত প্রায় ২৭৫টি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে। ভুয়ো খবর ছড়ানোর দায়ে মুম্বই পুলিশ ১৭ বছরের নাবালককে গ্রেফতার করেছিল। পুলিশ সূত্রে খবর, নিজের বন্ধুকে ফাঁসানোর জন্য পরপর বিমানে বোমাতঙ্ক ছড়াচ্ছিল ওই নাবালক। আর দিল্লির এই যুবক চেয়েছিল 'অ্যাটেনশন'! টিভিতে এই ধরনের খবর দেখে তার মনে হয়েছিল সেও এমন খবর ছড়ালে লোকের মধ্যে জনপ্রিয় হতে পারবে। তাই পরপর বিমানে বোমা আছে বলে ভুল তথ্য দেয় সে।
প্রতি ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে দুই শহরের পুলিশই। একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলে বিমানবন্দরগুলিতে ইমেল করে বোমাতঙ্ক ছড়ানো হত। দিল্লির যে যুবককে গ্রেফতার করা হয়েছে তার নাম শুভম উপাধ্যায়, সে পশ্চিম দিল্লির উত্তর নগর এলাকার রাজাপুরীর বাসিন্দা। পুলিশ জানতে পেরেছে, দ্বাদশ শ্রেণির পর আর পড়াশোনা করেনি সে, এখন বেকার।
বোমা হামলার হুমকি দিয়ে নিরাপত্তা সংস্থাগুলিকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। তার মধ্যে কয়েকটি অ্যাকাউন্ট শনাক্ত করেছিল পুলিশ। সেই সূত্র ধরেই এই গ্রেফতারি। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক অনেক আগে থেকেই এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এবার কেন্দ্রের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও সতর্ক করা হয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ইতিমধ্যে একটি নোটিস পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছে, যে সমস্ত অ্যাকাউন্ট থেকে এই ধরনের ভুয়ো খবর, হুমকি ছড়ানো হয়েছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে। যদি তা না করা হয় তাহলে কেন্দ্রের তরফে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।