শেষ আপডেট: 10th January 2025 15:06
দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ একদা দাউদ ঘনিষ্ট আন্ডার ওয়ার্ল্ড ডন ছোটা রাজন। তিহাড় জেলে বন্দি রাজনকে শুক্রবার ভর্তি করা হয়েছে দিল্লির এইমস হাসপাতালে। সূত্রের খবর, তার সাইনাসের সমস্যা রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার করতে হতে পারে।
এক সময় দাউদ ইব্রাহিমের অতি ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছোটা রাজন ২০০১ সালের জয়া শেঠি খুনের মামলায় ২০২৪ সালে সাজা পায়। তার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়। তবে, কয়েক মাস আগে, অক্টোবরে বম্বে হাইকোর্ট মামলাটিতে রাজনকে জামিন দেয় এবং তার যাবজ্জীবন দণ্ড স্থগিত হয়।
তবে রাজন স্বস্তি পায়নি। মেলেনি মুক্তিও। ২০১১ সালে সাংবাদিক জে ডে-কে হত্যার জন্য ২০১৮-তে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সে জন্যই তিহাড়ে ছিল সে।
রাজন প্রায় ৩০ বছরেরও বেশি সময় পলাতক থাকার পর ২০১৫ সালের অক্টোবর মাসে ইন্দোনেশিয়ার পুলিশের হাতে ধরা পড়ে। পরে বালি থেকে ফেরানো হয় দেশে।