Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধা
Ahmedabad Plane Crash

ক্ষতিপূরণ 'যথেষ্ট নয়', এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মামলার পথে নিহত ব্রিটিশ নাগরিকদের পরিবার

টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া প্রথমে পরিবারপিছু ১ কোটি টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছিল। পরে আরও ২৫ লক্ষ টাকা ‘তাৎক্ষণিক সহায়তা’ হিসেবে দেওয়ার কথা জানানো হয়।

ক্ষতিপূরণ 'যথেষ্ট নয়', এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মামলার পথে নিহত ব্রিটিশ নাগরিকদের পরিবার

ফাইল ছবি

শেষ আপডেট: 1 July 2025 10:48

দ্য ওয়াল ব্যুরো: আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) মৃত্যু হয়েছিল ২৪১ জন যাত্রীর। মৃতদের মধ্যে ৫২ জন ছিলেন ব্রিটেনের বাসিন্দা। তাঁদের পরিবারই এবার আইনি লড়াইয়ের পথে! এয়ার ইন্ডিয়া (Air India) এবং বিমান নির্মাণ সংস্থা বোয়িংয়ের (Boeing) বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন তাঁরা। ক্ষতিপূরণ সংক্রান্ত ইস্যুতে এই মামলা করতে চলেছে মৃতদের পরিবারগুলি, সূত্রের খবর এমনটাই।

দুর্ঘটনার পর মৃতদের পরিবারগুলিকে ক্ষতিপূরণ (Compensation) দেওয়া হয়েছে। কিন্তু তা ‘যথেষ্ট নয়’ বলে মনে করছেন ব্রিটিশ-বংশোদ্ভূত পরিবারগুলি (UK-Based Families)। তাঁরা যোগাযোগ করেছেন লন্ডনভিত্তিক আইন সংস্থা কিস্টোন ল-এর সঙ্গে। সংস্থাটি নিশ্চিত করেছে, তাদের সঙ্গে একাধিক পরিবারের আলোচনাও হয়েছে। বিষয়টি শুধু বীমা সংস্থার প্রাথমিক ক্ষতিপূরণ অফারেই আটকে নেই, বরং আন্তর্জাতিক আইন মেনে ‘আগাম অর্থ’ দেওয়ার দায়বদ্ধতা কতটা মানছে সংস্থাগুলি, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া প্রথমে পরিবারপিছু ১ কোটি টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছিল। পরে আরও ২৫ লক্ষ টাকা ‘তাৎক্ষণিক সহায়তা’ হিসেবে দেওয়ার কথা জানানো হয়। কিন্তু নিহতদের পরিবার মনে করছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ক্ষতিপূরণ আরও বেশি হওয়া উচিত। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহেই লন্ডনে নিহতদের পরিবারগুলির সঙ্গে আলোচনায় বসবে কিস্টোন ল ফার্ম। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, আদৌ আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা।

উল্লেখযোগ্য, ‘মনট্রিয়াল কনভেনশন’ অনুযায়ী, যে কোনও বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার চাইলে সেই দেশে মামলা করতে পারেন, যেখানে বিমান সংস্থার কাজকর্ম চলে বা যেখানে নিহত ব্যক্তি বাস করতেন। সেই আইনি কাঠামোকেই সামনে রেখে সম্ভাব্য মামলা দায়েরের কথা ভাবা হচ্ছে।


ভিডিও স্টোরি