Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
UGC NET 2024

বিতর্কের মধ্যেই ইউজিসি নেট পরীক্ষার সূচি প্রকাশ করল এনটিএ

ফের ইউজিসি পরীক্ষার  দিনক্ষণ ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

বিতর্কের মধ্যেই ইউজিসি নেট পরীক্ষার সূচি প্রকাশ করল এনটিএ

শেষ আপডেট: 2 August 2024 15:39

দ্য ওয়াল ব্যুরো: গত ১৮ জুন দেশজুড়ে ইউজিসি নেট পরীক্ষা হয়েছিল। কিন্তু একদিন পরই প্রশ্নফাঁস বিতর্কে সেই পরীক্ষা বাতিল করেছিল কেন্দ্র। ফের ইউজিসি পরীক্ষার  দিনক্ষণ ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

শুক্রবার এনটিএ-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ২১ অগাস্ট থেকে শুরু হচ্ছে ইউজিসি নেট পরীক্ষা। চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। কম্পিউটার বা সিবিটির মাধ্যমে নেওয়া হবে এই পরীক্ষা।সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত-ওই দুই পর্বে নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষার্থীরা ‘এগজাম সিটি স্লিপ’ নির্ধারিত ওয়েবসাইট থেকে ১০ দিন আগে সংগ্রহ করতে পারবেন।

বাতিল হওয়া ইউজিসি নেট কবে নেওয়া হবে, তা আগেই জানিয়েছিল এনটিএ। এবার পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করল সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থা। ইউজিসি নেটে রয়েছে মোট ৮৩টি বিষয়। বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইট ugcnet.nta.nic.in-তে গিয়ে ইউজিসি নেট-এর সময়সূচি দেখতে পাবেন পরীক্ষার্থীরা।এনটিএ জানিয়েছে, কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে প্রার্থীদের।

দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যাসিসট্যান্ট প্রফেসর নিয়োগ, জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রদান এবং পিএইচডিতে ভর্তির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা ইউজিসি নেট। চলতি বছর এই পরীক্ষা ১৮ জুন আয়োজিত হয়েছিল। কিন্তু পরীক্ষার আগে দফায় দফায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। তড়িঘড়ি পদক্ষেপ করে শিক্ষামন্ত্রক। পরীক্ষা হয়ে হলেও পরদিন তা বাতিল করা হয়।


ভিডিও স্টোরি