শেষ আপডেট: 9th December 2024 12:31
দ্য ওয়াল ব্যুরো: হেড কনস্টেবলের একে-৪৭ অ্যাসাল্ট রাইফেলের গুলিতে ঝাঁজরা হয়ে গেলেন পুলিশের গাড়ির চালক। পরে নিজের ওই রাইফেল থেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হন খোদ হেড কনস্টেবলও।
ঘটনাটি জম্মু-কাশ্মীরের উধমপুরের। যা জানা যাচ্ছে তা হল, পুলিশের গাড়িতে ওই হেড কনস্টেবল-সহ আরও কয়েকজন কর্মী ছিলেন। তাঁরা একই সঙ্গে উত্তর কাশ্মীরের সোপোর থেকে জম্মুর রিয়াসি জেলার তালওয়ারার প্রশিক্ষণ শিবিরে যাচ্ছিলেন।
মাঝরাস্তায় ওই হেড কনস্টেবল উধমপুরে পুলিশের গাড়ির চালকের সঙ্গে বচসায় জড়ান। উধমপুরের রেহেমবাল এলাকায় কালী মন্দিরের সামনে আচমকা নিজের একে-৪৭ রাইফেল থেকে ওই হেড কনস্টেবল চালককে লক্ষ্য করে একেরপর এক গুলি চালান। পরে নিজের ওপর গুলি চালিয়ে আত্মঘাতী হন।
পুলিশের গাড়িতে ছিলেন অন্য আরও এক কনস্টেবল। তিনি কোনও রকমে বেঁচে যান। সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঠিক কী ঘটেছিল তা আরও বিশদে জানার চেষ্টা করছে।
নাগপুরে উধমপুরের সিনিয়র পুলিশ সুপার আমোদ অশোক জানিয়েছেন, মৃত দু'জনেই সোপোরে কর্মরত ছিলেন। হেড কনস্টেবল তাঁর সার্ভিস রাইফেল থেকে গুলি ছোড়েন। পুলিশের প্রাথমিক অনুমান, হেড কনস্টেবলের ভাই ছিলেন গাড়ির চালক। তবে কী কারণে দু'জনের মধ্যে ঝামেলা বেধে যায় তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।