শেষ আপডেট: 12th November 2024 14:59
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা উদ্ধব ঠাকরের ব্যাগ পরীক্ষা করেছে নির্বাচন কমিশনের অফিসারেরা। পরীক্ষা করে টাকা-পয়সা বা অন্য কোনও আপত্তিজনক জিনিস পাওয়া যায়নি।
তারপরই রাজ্যের বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ মুখ উদ্ধব প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ব্যাগ ইত্যাদি কেন তল্লাশি করা হচ্ছে না। শিবসেনা (ইউটিবি)-র নেতার বক্তব্য নির্বাচন কমিশনের উচিত সকলের প্রতি সমান দৃষ্টি নিয়ে চলা। ভোটের সময় সকলকেই এক দৃষ্টিতে দেখা উচিত কমিশনের। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, মুখ্যমন্ত্রীরা বিশেষ সুবিধা পেতে পারেন না।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য, দু' দিন আগে একনাথ শিন্ডে একাধিক ব্যাগ নিয়ে হেলিপ্যাডে নামেন। নির্বাচন কমিশনের অফিসারদের বলা হয় ব্যাগগুলিতে জামা কাপড় আছে। উদ্ধবের বক্তব্য, মুখের কথায় তল্লাশি না করেই মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা ব্যাগগুলি ছেড়ে দেওয়া হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশ্ন, মুখ্যমন্ত্রী দিনে কত জামা কাপড় পরেন যে কয়েক ঘণ্টার জন্য বেরিয়ে তিন ব্যাগ পোশাক সঙ্গে নিতে হয়েছে? মুখ্যমন্ত্রী শিডের ব্যাগে টাকা ছিল, ইঙ্গিত করেন উদ্ধব।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ শোনা মাত্র প্রতিক্রয়া দিয়েছে জেলা নির্বাচন প্রশাসনকে দিয়ে। দু'জন জেলাশাসক জানিয়েছেন, গত সপ্তাহে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের গাড়ি ও ব্যাগ তল্লাশি করা হয়।
জবাবে উদ্ধব ও তাঁর দল প্রশ্ন তোলে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী গণ্ডায় গণ্ডায় সভা করছেন রাজ্য। তাদের কনভয়ে কেন তল্লাশি করা হবে না? মুখ্যমন্ত্রীকেই বা কেন ছাড় দেওয়া হচ্ছে সেই প্রশ্নও তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছে কমিশন।