শেষ আপডেট: 25th October 2024 17:31
দ্য ওয়াল ব্যুরো: সাধের কুকুরকে না বেঁধেই সবার মধ্যে ছেড়ে দিয়েছিলেন। আর তা দেখে একটু ভয় পেয়ে প্রতিবাদ করাতেই প্রবীণ দম্পতিকে সপাটে চড় মারার অভিযোগ উঠল দু’ই মহিলার বিরুদ্ধে। নয়ডার একটি হাউজিং কমপ্লেক্সে এমন ঘটনাকে কেন্দ্র করেই হুলস্থূল কাণ্ড।
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, বয়স্ক দম্পতির দিকে আঙুল তুলে শাসানি দিচ্ছেন দুই মহিলা। পরে আচমকাই সপাটে চড় কষিয়ে দেন। কমপ্লেক্সের অনান্য বাসিন্দারা বাধা দিলেও অভিযুক্ত মহিলারা শোনেনি বলে অভিযোগ।
সূত্রের খবর, নয়ডার সেক্টর ৭৮ এর হাইড পার্ক সোসাইটিতে সন্ধের দিকে আনান্যদের মতোই হাঁটছিলেন তাঁরা। কিন্তু আচমকাই সেখানে একটি কুকুর দৌড়ে আসে। প্রথমে কিছুটা ভয় পেয়ে গেলেও পরে অভিযোগ জানাতেই সমস্যার শুরু হয়।
কুকুরটিকে বেঁধে কেন নিয়ে আসেননি? এমন প্রশ্ন তুলতেই প্রবীণ দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। ভিডিওটি ভাইরাল হতেই দিল্লি হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। রাস্তায় থাকা পশুদের উপর আক্রমণের প্রবণতা রুখতেই এমন পদক্ষেপ।
গত মাসেই, তিলক নগর এলাকায় পাঁচ মাসের এক শিশু কুকুরের কামড়ে মারা যাওয়ায় শিশুটির মাকে আড়াই লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল। কুকুরদের প্রতি ভালবাসা অনেকেরই যেমন রয়েছে, তেমন অনেকেই তাদের দেখলে ভয়ও পায়।
ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই বলছেন এটা একেবারেই ঠিক হয়নি। ভয় পেয়েই প্রবীণ দম্পতি কুকুরটিকে বেঁধে আনার কথা বলেছিলেন। তাঁর জন্য এভাবে চড় মারা একেবারে উচিত হয়নি।