শেষ আপডেট: 10th March 2025 13:41
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় মন্ত্রীর দাবি অনুযায়ী জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় নিখোঁজ ৩ স্থানীয় বাসিন্দাকে জঙ্গিরা খুন করেছে। এই অভিযোগের পর ফের দুই কিশোর নিখোঁজের খবর মিলল। সোমবার সরকারি সূত্র জানিয়েছে, নিখোঁজ ৩ স্থানীয় মানুষের দেহ উদ্ধারের পর মহম্মদ দিন ও রহমান আলি নামে রাজবাগ এলাকা থেকে দুই কিশোর নিখোঁজ হয়ে যায়। পুলিশ নিখোঁজের ডায়েরি করে তাদের খোঁজে উপত্যকায় তল্লাশি শুরু করেছে।
প্রসঙ্গত, ৫ মার্চ যোগেশ সিং (৩২), দর্শন সিং (৪০) ও বরুণ সিং (১৫) একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে লোহাই মলহার থেকে বেপাত্তা হয়ে যান। গত ৮ মার্চ ইশু নালা থেকে তাঁদের দেহ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, এই তিনজনকে জঙ্গিরা হত্যা করেছে। এর পিছনে এলাকার শান্তি নষ্ট করার গভীর চক্রান্ত রয়েছে।
৩ সাধারণ মানুষের হত্যা নিয়ে সোমবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে জম্মু-কাশ্মীর বিধানসভা। বিজেপি বিধায়করা একযোগে উঠে দাঁড়িয়ে কাঠুয়া হত্যাকাণ্ড নিয়ে সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। বিল্লাওয়ারের বিধায়ক সতীশ শর্মা বলেন, এই হত্যাকাণ্ড ফের নতুন করে রাজ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। এই খুন নিয়ে রাজনীতি করা চলবে না। যারা এই কাজ করেছে তাদের নিকেশ করে দেওয়ার দাবি জানাতে থাকেন তিনি। তাঁর সঙ্গে যোগ দেন অন্য বিজেপি বিধায়করাও। কংগ্রেস বিধায়ক ইরফান হাফিজ বলেন একটি শিশুকে খুন করা অমানবিক কাজ। প্রায় ২৫ মিনিট ধরে এই ইস্যুতে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স, মেহবুবা মুফতির পিডিপি, কংগ্রেস এবং বিজেপি সদস্যরা হইচই পাকান।