শেষ আপডেট: 16th February 2025 13:10
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার সোনিপত জেলার অশোকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে উদ্ধার দুই ছাত্রের দেহ। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দু'জনের দেহ উদ্ধার হয়েছে বলে খবর। একজনের বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে, আর অন্যজনের মেন গেটের সামনে থেকে দেহ উদ্ধার হয়।
শুক্রবার গভীর রাতে এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়, আর একজনের শনিবার ভোরে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বেড়েছে। পুলিশ জানিয়েছে, ওই দুই ছাত্রের নাম ধ্রুবজ্যোতি সাহু (২০) এবং ভিগ্নেশ গুন্দারাম শঙ্কর (১৯)।
জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের হস্টেলের এগারো তলায় তেলঙ্গানার ধ্রুবজ্যোতির দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।
অন্যদিকে, বেঙ্গালুরুর ভিগ্নেশের দেহ মেলে রাত আড়াইটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে। পুলিশের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এই ছাত্র। তাঁরও দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
রাই থানা সূত্রে খবর, এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। পুলিশি তদন্তে সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।