শেষ আপডেট: 13th January 2025 12:36
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম ধর্মীয় উৎসবগুলির মধ্যে অন্যতম হল কুম্ভমেলা (Maha Kumbh Mela)। লক্ষ নয়, কয়েক কোটি ভক্তের সমাগম হয়ে কুম্ভমেলায়। আর এই মেলায় এসে হারিয়ে যাওয়ার ঘটনাও নতুন কিছু নয়। প্রতি বছরই এমন একাধিক ঘটনা ঘটে। তাই মেলায় এসে যাতে হারিয়ে না যেতে হয় তার জন্য অভিনব পন্থা নিয়েছে দুই বোন।
ঝাড়খণ্ড থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় এসেছেন গীতা এবং ললিতা। গত দুদিন ধরে তাঁরা সেখানে থাকছেন, ঘুরছেন একে অপরের সঙ্গে হাত বেঁধে! একজনের হাতের কবজির সঙ্গে অন্যজনের কবজি বাঁধা। তাঁরা বলছেন, 'অনেক সময়ই শুনেছি মেলায় এসে হারিয়ে গেছে বহু মানুষ। কারও কারও পরিবারে ফিরতে তো কয়েক বছর লেগে গেছে। আমাদের সঙ্গেও তা হোক সেটা কখনই চাই না।' শুধুমাত্র বাথরুমে যাওয়ার সময়ই হাতের বাঁধন খুলছেন তাঁরা। বাকি সব সময়ে তাঁদের হাত বাঁধা।
এ বছর আনুমানিক ৪৫ কোটি মানুষের সমাগম হবে কুম্ভমেলায় বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। যার জন্য রাজ্য সরকারের তরফে চক্রব্যুহ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। এদিন ভোর ৫টা ৩ মিনিট থেকে শুরু হয়েছে পৌষ পূর্ণিমার শাহিস্নান। যা চলবে ১৪ জানুয়ারি বিকেল ৩টে ৫৬ মিনিট পর্যন্ত।
শাহিস্নানের অন্য দিনগুলি হল- আগামিকাল মকর সংক্রান্তি, ১৪ জানুয়ারি। তৃতীয় শাহিস্নান হবে মৌনী অমাবস্যায়, ২৯ জানুয়ারি। চতুর্থটি বসন্ত পঞ্চমী, ৩ ফেব্রুয়ারি। পঞ্চম শাহিস্নানের দিন মাঘী পূর্ণিমায় ১২ ফেব্রুয়ারি। শেষটি হবে মহাশিবরাত্রিতে ২৬ ফেব্রুয়ারি।
শুধুমাত্র ভারতের বিভিন্ন রাজ্য থেকে নয়। বিদেশ থেকেও বহু ভক্ত এসেছেন প্রয়াগরাজে। কুম্ভমেলার শুরুর দিন থেকেই তাঁরা শাহী স্নানে মন দিয়েছেন। ইতিমধ্যে একাধিক বিদেশি নাগরিকের ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার ছবি, ভিডিও প্রকাশ্যে এসেছে। এই সময়টা অধ্যাধিক ঠান্ডা থাকে। স্বভাবতই জলও মারাত্মক ঠান্ডা। তবে শাহী স্নানে কোনও রকম কার্পণ্য করছেন না কেউই।