পুলিশ সূত্রে খবর, এদিন দুই বোন- শিনু, ঋতু বাড়ি ফিরছিলেন। তখনই অভিযুক্ত সুনীল তাঁদের উপর গুলি চালায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত দুই বোনকে উদ্ধার করে নিয়ে যান জিন্দ সিভিল হাসপাতালে।
প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 June 2025 15:28
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দুই বোনকে প্রকাশ্যে গুলি করল এক যুবক (Man Shoots At Two Sisters In Haryana)। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হরিয়ানার জিন্দ জেলার পিল্লু খেরা গ্রামে। পুলিশের তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ সূত্রে খবর, এদিন দুই বোন- শিনু, ঋতু বাড়ি ফিরছিলেন। তখনই অভিযুক্ত সুনীল তাঁদের উপর গুলি চালায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত দুই বোনকে উদ্ধার করে নিয়ে যান জিন্দ সিভিল হাসপাতালে। সেখান প্রাথমিক চিকিৎসার পর তাঁদের স্থানান্তরিত করা হয় রোহতকের পিজিআইএমএস-এ (PGIMS)।
দুই তরুণীর অবস্থা এখনও সংকটজনক বলেই খবর। খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। জিন্দ জেলার ডিএসপি গৌরব শর্মা জানান, অভিযুক্ত সুনীলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita-BNS)একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। গুলি চালানোর পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সুনীল। তাঁর খোঁজ চলছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুই বোনের বড় দিদির দেওর সুনীল। তাঁদের বড় বোনের বিয়ে হয়েছে কর্নাল জেলার পোপরা গ্রামে। অভিযুক্ত ঋতুকে (২৩) বিয়ে করতে চেয়েছিল। কিন্তু তরুণীর পরিবার বিয়েতে রাজি ছিলেন না। এরপরই ক্ষোভের বশে এই কাণ্ড করে সুনীল।
ডিএসপি গৌরব শর্মা জানান, "পরিবারের তরফ থেকে বিয়েতে আপত্তি জানানোতেই সুনীল রেগে গিয়ে দুই বোনের উপর গুলি চালায়।" এই ঘটনা গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। পিল্লু খেরা গ্রাম এখন কার্যত স্তব্ধ, চাঞ্চল্য ছড়িয়েছে আশপাশের গ্রামেও।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্তের খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। তার মোবাইল ট্র্যাকিং করা হচ্ছে। পাশাপাশি যে যে জায়গাগুলোতে সুনীল গা ঢাকা দিতে পারে, সেখানেও হানা দেওয়া হচ্ছে।