শেষ আপডেট: 24th August 2024 11:35
দ্য ওয়াল ব্যুরো: আর জি কর কাণ্ডের প্রতিবাদের আগুন এবার ঝলসে উঠল ভিন্ন ভাষায়। স্কুলে যাওয়ার পথে দুই ছাত্রীকে অটোচালকের হুমকির প্রতিবাদে রুখে দাঁড়াল দুই খুদে ছাত্রী। আর তাদের এই প্রতিবাদে সোৎসাহে যোগ দিল জনতা। অটোচালককে বেদম মেরে আধমরা করে দিয়েছে স্থানীয় লোকজন। কারণ, ওই অটোচালক মেয়ে দুটিকে চমকিয়ে বলেছিল, কলকাতায় যা ঘটেছে, তোমাদের সঙ্গেও তাই করে দেব।
কলকাতার আর জি কর হাসপাতালে ডাক্তার-ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশ এখন উত্তেজনায় গরম তেলের মতো ফুটছে। এই অবস্থায় স্কুলের পথে যাওয়া দুই ছাত্রীকে এই ভয় দেখানোয় তারা সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ায়। জোর করে বাধ্য করে চালককে গাড়ি থামাতে। তারপর টেনেহিঁচড়ে রাস্তায় নামায় তাকে। তাদের চিৎকার-চেঁচামেচিতে লোক জমে যায় সেখানে। বিষয়টি বুঝতে পারার পরেই অটোচালককে গণপিটুনি দিতে শুরু করে জনতা। যাতে যোগ দেয় ওই দুই ছাত্রীও। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই মহারাষ্ট্রের ঠানের বদলাপুরে দুই কেজি ছাত্রীকে যৌন হেনস্তা করায় স্কুলের সাফাইকর্মী বর্তমানে গারদে রয়েছে। ওই ঘটনার প্রতিবাদে আজ, শনিবার রাজ্য বনধ ডাকা হয়েছিল। কিন্তু বম্বে হাইকোর্টের নির্দেশে শেষ মুহূর্তে সেই বনধের ডাক প্রত্যাহার করে নেয় মহাবিকাশ আঘাড়ি। তার মধ্যেই মেয়েদের প্রতি ফের অন্যায়ের ঘটনা ঘটল নাগপুরে।
পুলিশ জানিয়েছে, মেয়ে দুটি অটোয় বসে নিজেদের মধ্যে কথা বলছিল। চালক তখন তাদের জোরে জোরে কথা বলতে বারণ করে। তাই নিয়ে দুপক্ষের বচসা বাধে। তখন অটোচালক তাদের ভয় দেখিয়ে বলে, জো কলকাতা মে হুয়া, ওয়সা হি তুমহারে সাথ করুঙ্গা। তাতেই আগুনে ঘি পড়ে। দুই ছাত্রী তখনই চালককে গাড়ি থামাতে বলে। অটো থামতেই তারা নেমে চালককেও টেনে নামায়। এবং এলোপাথাড়ি মারতে শুরু করে। সেই দৃশ্য দেখে আশপাশের পথচলতি মানুষ ও দোকানদাররা এগিয়ে আসেন। মেয়ে দুটির কাছ থেকে কলকাতার নির্মম ঘটনার তুলনা টানার কথা শুনে তাঁরাও হাত বাড়িয়ে দেন। ফুটপাতে বসিয়ে শুরু হয় যথেচ্ছ গণপিটুনি।
সেই মারধরের ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা গিয়েছে, এক মহিলা একটি মেয়েকে আশ্বাস দিয়ে বলছেন, ভয় পাওয়ার কিছু নেই। আমরা সকলে তোমাদের সঙ্গে আছি। এরপর জনতা মেয়ে দুটিকে বলে অটোচালকের মুখে থাপ্পড় মারতে। তারাও তাই করে। স্থানীয়দের অভিযোগ, চালক মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল।
নাগপুরের পারদি থানা এলাকায় ঘটনাটির ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে নেট নাগরিকদের মধ্যে উৎসাহে জোয়ার দেখা দিয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে দুই বীরাঙ্গনার তারিফ করে নানান মন্তব্য পড়ছে সোশ্যাল মিডিয়ার ডাকবাক্সে।