শেষ আপডেট: 9th November 2024 13:16
দ্য ওয়াল ব্যুরো: শাহিদ কাপুর অভিনীত 'ফর্জি' সিরিজের প্রধান দুই চরিত্রকে খুঁজে পাওয়া গেল উত্তরপ্রদেশে! এই দুজন জাল টাকার কারবার শুরু করেছিল। অল্প সময়ের মধ্যেই তাঁরা বাজারে ছড়িয়েছে কমপক্ষে ৩০ হাজার টাকা! ইতিমধ্যে অবশ্য তাঁদের গ্রেফতার হয়েছে। তবে বাজার থেকে জাল টাকা উদ্ধার করতে কালঘাম ছুটছে পুলিশের।
উত্তরপ্রদেশের সোনভদ্র জেলা থেকে সতীশ রায় এবং প্রমোদ মিশ্র নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে জাল টাকার কারবার চালানোর অভিযোগে। পুলিশ জানতে পেরেছে, তাঁরা ১০ টাকার স্ট্যাম্প পেপারে ৫০০ টাকার নোট ছাপাতো! এইভাবে ৩০ হাজার টাকার জাল নোট ছাপিয়ে বাজারে ছাড়ে তাঁরা। প্রত্যেক নোটের সিরিয়াল নম্বর এক বলে তথ্য হাতে এসেছে পুলিশের।
ইউটিউব দেখে টাকা জাল করার পদ্ধতি অনুকরণ করেছিল দুই অভিযুক্ত। মির্জাপুর থেকে স্ট্যাম্প পেপার এনে পরে তাতে নোটের ছবি প্রিন্ট করিয়ে জাল নোট তৈরি করত তাঁরা। ইতিমধ্যে জাল ৫০০ টাকার ২০টি নোট পুলিশের হাতে এসেছে। এছাড়া আরও ১০ হাজার টাকার জাল নোট অভিযুক্তরা সোনভদ্র জেলার বাজারে ছড়াতে চেয়েছিল বলেও জানতে পেরেছে পুলিশ।
'ফর্জি' সিরিজে দেখানো হয়েছিল আসল আর নকল নোট চেনা প্রায় অসম্ভব। এক্ষেত্রেও তাই হয়েছে। জেলার অ্যাডিশনাল এসপি কালু সিং জানিয়েছেন, যে নোট তাঁদের হাতে এসেছে তা এক ঝলকে আসল না নকল বলা ভীষণ মুশকিল। খুব খুঁটিয়ে না দেখলে সাধারণ মানুষ কিছুতেই বুঝতে পারবেন না তাঁদের হাতে কী নোট রয়েছে।
জাল ৫০০ টাকার নোট ছাড়া পুলিশ বাজেয়াপ্ত করেছে একটি গাড়ি, ল্যাপটপ, প্রিন্টার এবং ২৭টি স্ট্যাম্প পেপার। এই কারবারে আরও কেউ যুক্ত কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।