শেষ আপডেট: 8th April 2025 14:05
দ্য ওয়াল ব্যুরো: মদ খেয়ে (Drunk Driver) ব্যস্ত রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন যুবক। বেপরোয়া গতির জেরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দু'জনের। রাজস্থানের (Rajasthan) জয়পুরের (Jaipur) নাহারগড়ের ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের মতে, মত্ত অবস্থায় ঘনবসতিপূর্ণ এলাকায় ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে গাড়ি চালাতেই ঘটে যায় দুর্ঘটনা (Accident)। ঘটনায় দু'জনের মৃত্যুর পাশাপাশি আট জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে মত্ত চালককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়ির চালকের নাম উসমান (Usman)। তিনি স্থানীয় একটি লোহার কারখানায় কাজ করতেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সোমবার রাত ৯টা নাগাদ এমআই রোডের কাছে ঘটে যায় দুর্ঘটনা।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ ঘটনার ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গাড়িটি দ্রুতগতিতে রাস্তা দিয়ে ছুটে চলেছে এবং পথচলতি মানুষ এবং যানবাহনে ধাক্কা খাচ্ছে।
जयपुर में उस्मान ने तेज रफ्तार कार चला कर हिंदुओं को कुचलकर मार दिया और 10 हिंदुओं को बुरी तरह से घायल कर दिया
— ????????Jitendra pratap singh???????? (@jpsin1) April 8, 2025
सरकार को आतंकी एंगल से इसकी जांच करनी चाहिए
यह लोन वुल्फ अटैक का मामला लग रहा है
उस्मान जब मुस्लिम एरिया में था तब उसने किसी को नहीं कुचला उसकी गाड़ी सही चल रही थी… pic.twitter.com/1mx3iNwSSw
দীপেন্দ্র নামে এক প্রত্যক্ষদর্শী জানান, "এদিন গাড়িটি প্রথমেই এক তরুণীকে পিষে দেয়। তারপর আমার বাইকে ধাক্কা মারে।" যুবক আরও জানিয়েছেন, সময়মতো নামতে পারলেও আমার বাইকটি প্রায় ২০ মিটার টেনে নিয়ে যায়।’’ এরপর তিনি এক ব্যক্তির স্কুটারে চেপে গাড়িটিকে ধাওয়া করে থামানোর পরই অভিযুক্ত চালক তড়িঘড়ি সেখান থেকে চম্পট দেন বলে খবর।
পরে খবর পেয়ে পুলিশ প্রথমে চালককে আটক করলেও জিজ্ঞাসাবাদের পর তাকে নাহারগড় থানার পুলিশ গ্রেফতার করে বলে জানা গিয়েছে। ঘটনাকজে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার পাশাপাশি চড়ছে রাজনৈতিক পারদ। এলাকার বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্য জানান, আহতদের মধ্যে তিন বছরের একটি মেয়েও রয়েছে। দুর্ঘটনার পর এলাকায় চেকপোস্ট বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) বলেন, ‘‘অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে কঠোর পদক্ষেপ করা হোক।’’