শেষ আপডেট: 12th January 2025 09:02
দ্য ওয়াল ব্যুরো: নয়ডার সেক্টর ৭০ এলাকার একটি ভাড়া বাড়িতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। দুই যুবক রাতে ছোলা সেদ্ধ করতে দেন। কিন্তু তা স্টোভে রেখেই ঘুমিয়ে পড়েন, আর তার পরেই ঘটে বিপদ। সকালে তাঁদের নিথর দেহ উদ্ধার করলেন প্রতিবেশীরা। সারা রাতে ছোলা পুড়ে গিয়ে ধোঁয়ায় ভরে যায় ঘর। খাবারের স্টল চালানোর জন্যই এই প্রস্তুতি করছিলেন। কিন্তু পরিনতি হল অন্য।
দু'জনেরই বয়স ২০-র কোটায়। ঠেলাগাড়িতে খাবার বিক্রি করতেন তাঁরা। ২২ বছর বয়সী উপেন্দ্র ও ২৩ বছর বয়সী শিবম 'চোলা ভাটুরে' এবং 'কুলচা' বিক্রির একটি স্টল চালাতেন। শুক্রবার রাতে, তাঁদের পরিকল্পনা ছিল পরের দিন সকালে খাবারের স্টল খোলার। সেই জন্য রাতেই তাঁরা স্টোভে ছোলা সেদ্ধ করতে দেন। কিন্তু গ্যাস বন্ধ না করেই ঘুমিয়ে পড়েছিলেন।
নয়ডা সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রাজীব গুপ্ত জানিয়েছেন, ছোলা সেদ্ধ হতে হতে একসময় তা পুড়ে যায়। ঘরের দরজা বন্ধ থাকায় ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে এবং গোটা ঘরটি ভরে যায়। ছোলার পুড়ে যাওয়া থেকে কার্বন মনোক্সাইড সৃষ্টি হয়, যা অক্সিজেনের অভাব তৈরি করে। এই বিষাক্ত ধোঁয়ার প্রভাবে দুই যুবক শ্বাসরোধ হয়ে মারা যান।
সকালে প্রতিবেশীরা ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁদের উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দু'জনকেই মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহ দু'টি পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, তাদের মৃত্যুর কারণ বিষাক্ত গ্যাসের শ্বাসরোধ। কার্বন মনোক্সাইড একটি গন্ধহীন বিষাক্ত গ্যাস যা সাধারণত জ্বালানি পোড়ানোর ফলে তৈরি হয় এবং এটি বদ্ধ জায়গায় জমে গেলে মৃত্যু ঘটাতে পারে।