শেষ আপডেট: 25th January 2025 14:43
দ্য ওয়াল ব্যুরো: হিন্দু সেনার সর্বভারতীয় সভাপতি বিষ্ণু গুপ্তাকে লক্ষ্য করে গুলি চলেছে বলে খবর পাওয়া গিয়েছে। তবে গুলি তাঁর গায়ে লাগেনি। শনিবার আজমির থেকে দিল্লি যাওয়ার পথে দুই দুষ্কৃতী তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বলে বিষ্ণু গুপ্তা অভিযোগ করেছেন।
আজমির শরিফে খাজা মইনুদ্দিন চিস্তির দরগার নীচে মন্দির আছে দাবি করে হিন্দু সেনার এই নেতা আদালতে মামলা করেছেন। এই ব্যাপারে তিনি যাতে আর অগ্রসর না হন সে জন্যই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ ওই নেতার। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে। বিষ্ণু গুপ্তার বক্তব্য, আমি মরতে ভয় পাইনা। আমাকে হত্যার হুমকি দিয়ে দমিয়ে রাখা যাবে না।
বিষ্ণু গুপ্তার অভিযোগ, একটি মোটর বাইকে চেপে দুই তরুণ তাঁর গাড়ি অনুসরণ করছিল। তিনি চালককে গতি বাড়িয়ে দ্রুত যাওয়ার পরামর্শ দিলে ওই তরুণেরা গাড়ি লক্ষ্য করে গুলি চালায়।
আজমির শরিফের নীচে মন্দিরের অস্তিত্ব নিয়ে হিন্দু সেনার ওই নেতার দায়ের করা মামলা নিয়ে এলাকায় বহদিন ধরেই বিবাদ চলছে। হিন্দু ও মুসলিম সমাজের একাংশ পরস্পরের দাবি খণ্ডন করে প্রচার চালাচ্ছে। যদিও সুপ্রিম কোর্ট আজমের শরিফ-সহ এই জাতীয় সব মামলার উপর স্থগিতাদেশ জারি করে সব আদালতকে বলেছে এই ধরনের দাবি সম্বলিত কোনও মামলা গ্রহণ না করতে। বকেয়া মামলাগুলির উপর স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত।