কাশ্মীরে টহল
শেষ আপডেট: 20th October 2024 22:14
দ্য ওয়াল ব্যুরো: রবিবার কাশ্মীরে ফের জঙ্গিদের গুলিতে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। কাশ্মীরের অন্যতম পর্যটনকেন্দ্র সোনমার্গ। সন্ধ্যাবেলা সেখানেই ওই পরিযায়ী শ্রমিকদের গুলি করে হত্যা করে জঙ্গিরা।
এখনও অবধি কোনও খবর নেই যে মৃতরা কোন রাজ্যের বাসিন্দা। শুধু এটুকু জানা গেছে তাঁরা দু'জনেই কাশ্মীরে গিয়েছিলেন জি মোড় সুরঙ্গ পথের কাজে।
এই সুরঙ্গ পথ তৈরি করছে কেন্দ্র। সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে কাশ্মীরে এই সুরঙ্গের কাজ চলছে। সংবাদ সংস্থা সূত্রে খবর সুরঙ্গের কাছেই তাঁদের ওপর হামলা হয়।
শ্রমিকদের থাকার জন্য যে তাঁবুর ব্যবস্থা করা হয়েছিল সেখানেই জঙ্গিরা হামলা করে। আর তাতেই ওই দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। শুধু তাই নয় আরও দু'জন শ্রমিকের জখমের খবরও পাওয়া গেছে।
ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনীর একটি দল ইতিমধ্যেই পৌঁছেছে। এলাকার আশপাশ ঘিরে ফেলেছেন জওয়ানেরা। তল্লাশি অভিযান চলছে জঙ্গিদের ধরতে।
প্রসঙ্গত, গত শুক্রবার আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় জঙ্গি হামলায়। বিহার থেকে কাজ করতে এসেছিলেন ওই শ্রমিক। রক্তাক্ত অবস্থায় তাঁকে সোপিয়ানের ওয়াদুনা এলাকা থেকে উদ্ধার করে সেনা জওয়ানেরা।
নিরস্ত্র মানুষের ওপর এহেন হামলাকে 'জঘন্য এবং কাপুরুষোচিত' বলে মন্তব্য করেছেন জম্মু-কাশ্মীরের সদ্য মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা।