Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
তোলাবাজির অভিযোগে হাওড়া তৃণমূলের এক নেত্রীর স্বামীর চাকরি গেল, রাতেই নির্দেশ পুলিশ কমিশনারেটের'ঐশ্বর্যার ব্রায়ের হুকটা চেপে ধরে...' পরিচালকের কথা মতো সকলের সামনেই সেই কাজ করেন ববিউঁকি দিচ্ছে বক্ষযুগল, স্পষ্ট সবুজ ব্রাও, দিশার খোলামেলা পোশাক দেখে লোকজন বলছে, 'উফ কী সেক্সি!'দিল্লিতে পুরনো গাড়িকে আর তেল দেবে না পেট্রল পাম্প, কলকাতা কতদূর?‘মেট্রো… ইন দিনো’র সাফল্যে আপ্লুত সারা আলি খান, বললেন, 'আমি যা কিছু করি সবই...''কসবাকাণ্ডে নির্লজ্জ মিথ্যাচার করছে বিজেপি', কার্তিকের প্রসঙ্গ টেনে বড় হুঁশিয়ারি কুণালেরটলিপাড়ার অচলাবস্থায় ক্ষুব্ধ হাইকোর্ট, ৭ দিনের মধ্যে সমাধানের নির্দেশ বিচারপতিরপ্রাক্তন প্রেমিকাকে খুন, রাগের বশে ছ'মাসের শিশুকেও কোপাল যুবক! দিল্লিতে নৃশংস হত্যাকাণ্ডভারতীয় নার্সের ফাঁসি ১৬ জুলাই, শেষ চেষ্টাও ব্যর্থ হলকসবাকাণ্ড: ২২ জুলাই পর্যন্ত মনোজিৎ-সহ চার অভিযুক্তর জেল হেফাজতের নির্দেশ
Anant Ambani-Radhika Merchant Wedding

আম্বানি-পুত্রের বিয়েতে লাখটাকাতেও ঠাঁই নাই হোটেলে, বিয়েবাড়িমুখী রাস্তায় বন্ধ যান চলাচল

আম্বানি-পুত্রের বিয়েতে লাখটাকাতেও ঠাঁই নাই হোটেলে, বিয়েবাড়িমুখী রাস্তায় বন্ধ যান চলাচল

বাণিজ্যপাড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত পাঁচ-সাততারা খচিত হোটেলেও লেগেছে দুর্মূল্যের ছোঁয়া।

শেষ আপডেট: 8 July 2024 09:11

দ্য ওয়াল ব্যুরো: নাগাড়ে বৃষ্টিতে মুম্বই শহর যখন ডুবুডুবু, তখন তারই মধ্যে চলছে দেশের কুবেরশ্রেষ্ঠী মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলের বিয়ের কোটি কোটি টাকার বর্ষা। অনন্ত আম্বানি ও তাঁর বাল্যপ্রেমিকা রাধিকা মার্চেন্টের বিয়েকে ঘিরে বাণিজ্যনগরীসহ গোটা দেশ মোহাচ্ছন্ন হয়ে রয়েছে বৈভব-আড়ম্বরের জাদুস্পর্শে। তারই অঙ্গ হিসেবে শহরের বাণিজ্যপাড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত পাঁচ-সাততারা খচিত হোটেলেও লেগেছে দুর্মূল্যের ছোঁয়া। রাতপ্রতি ১৩ হাজার টাকার ঘর বিকোচ্ছে লাখ টাকা ভাড়ায়।

বান্দ্রা-কুরলা কমপ্লেক্স। মুম্বইয়ের প্রধান বাণিজ্য এলাকার হৃদপিণ্ড বলা যায়। সেখানে দুটি প্রধান পাঁচতারা হোটেলের সব ঘর বুক হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জুলাই মাসের ১৪ তারিখ পর্যন্ত ৯১,৩৫০ টাকায় একেকটি ঘর বুক করা হয়েছে। ভ্রমণ ও হোটেল ওয়েবসাইট থেকে এই তথ্য মিলেছে। এমনিতে এইসব হোটেলের ভাড়া থাকে রাতপ্রতি ১৩ হাজার টাকার মধ্যে। সেটাই চড়তে চড়তে পৌঁছেছে লাখের কাছে।

আম্বানি-পুত্রের বিয়ে হবে আগামী ১২-১৪ জুলাই জিও কনভেশন সেন্টারে। এটাও বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে রয়েছে। এখনও জানা যায়নি যে, দেশ-বিদেশের অতিথিদের থাকার ব্যবস্থা কোথায় করা হচ্ছে। কিন্তু, বিকেসি এলাকা ও সন্নিহিত সমস্ত নামীদামি হোটেলের ভাড়া চড়তে চড়তে আকাশ ছুঁয়েছে।

মুম্বইয়ের মতো ঘন জনবসতিপূর্ণ ও ব্যস্ত শহরে একসঙ্গে আন্তর্জাতিক সব নক্ষত্রের মহাসম্মিলন নিয়ে শশব্যস্ত হয়ে রয়েছে নগর পুলিশও। তাই ১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত বিকেসি এলাকামুখী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করবে মুম্বই পুলিশ। বিয়েবাড়ি জিও কনভেশন সেন্টারের দিকে যাওয়া রাস্তাগুলিতে দুপুর ১টা থেকে মধ্যরাত পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। ১৫ জুলাই অতিথিদের বিদায় পর্যন্ত এই যান নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বিকেসি এলাকার বিখ্যাত হোটেল ট্রাইডেন্ট বিকেসি হোটেলে ৯ জুলাইয়ে ঘর খালি আছে। আবার ১৫ জুলাই থেকেও ঘর মিলবে। কিন্তু, হোটেলের ওয়েবসাইটে দেখা যাচ্ছে ১০ থেকে ১৪ জুলাই পর্যন্ত কোনও ঘর খালি নেই। সব ঘর বুক হয়ে গিয়েছে। একই অবস্থা সোফিটেল হোটেলেরও আগেপরে হোটেলের ঘর মিললেও মূল অনুষ্ঠানের সময় কোনও ঘর খালি নেই বলে ওয়েবসাইটে ক্ষমাপ্রার্থনা করে নোটিস দেওয়া রয়েছে।

আম্বানি-পুত্রের বিয়ে হবে আগামী ১২-১৪ জুলাই জিও কনভেশন সেন্টারে। এটাও বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে রয়েছে। এখনও জানা যায়নি যে, দেশ-বিদেশের অতিথিদের থাকার ব্যবস্থা কোথায় করা হচ্ছে। কিন্তু, বিকেসি এলাকা ও সন্নিহিত সমস্ত নামীদামি হোটেলের ভাড়া চড়তে চড়তে আকাশ ছুঁয়েছে।

মুম্বইয়ের মতো ঘন জনবসতিপূর্ণ ও ব্যস্ত শহরে একসঙ্গে আন্তর্জাতিক সব নক্ষত্রের মহাসম্মিলন নিয়ে শশব্যস্ত হয়ে রয়েছে নগর পুলিশও। তাই ১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত বিকেসি এলাকামুখী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করবে মুম্বই পুলিশ। বিয়েবাড়ি জিও কনভেশন সেন্টারের দিকে যাওয়া রাস্তাগুলিতে দুপুর ১টা থেকে মধ্যরাত পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। ১৫ জুলাই অতিথিদের বিদায় পর্যন্ত এই যান নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বিকেসি এলাকার বিখ্যাত হোটেল ট্রাইডেন্ট বিকেসি হোটেলে ৯ জুলাইয়ে ঘর খালি আছে। আবার ১৫ জুলাই থেকেও ঘর মিলবে। কিন্তু, হোটেলের ওয়েবসাইটে দেখা যাচ্ছে ১০ থেকে ১৪ জুলাই পর্যন্ত কোনও ঘর খালি নেই। সব ঘর বুক হয়ে গিয়েছে। একই অবস্থা সোফিটেল হোটেলেরও আগেপরে হোটেলের ঘর মিললেও মূল অনুষ্ঠানের সময় কোনও ঘর খালি নেই বলে ওয়েবসাইটে ক্ষমাপ্রার্থনা করে নোটিস দেওয়া রয়েছে।


ভিডিও স্টোরি