শেষ আপডেট: 6th January 2025 12:20
দ্য ওয়াল ব্যুরো: তিরুপতির মন্দির দর্শনে গিয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল দুই মহিলা ভক্তের। সোমবার সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি তীর্থযাত্রীদের পিষে দেয় বলে অভিযোগ। অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার নরসিংহাপুরমের চন্দ্রগিরি মণ্ডলের ঘটনা।
সূত্রের খবর, সোমবার মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন দু’জন। তিরুমালা মন্দিরে যাওয়ার সময় রাস্তা পেরোতে গিয়েই ঘটে যায় দুর্ঘটনা। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে একটি অ্যাম্বুলেন্স। মৃত্যু হয় পেদ্দা রাদ্দামা (৪০) এবং লক্ষ্যমামা (৪৫) নামে দুই মহিলার।
পুলিশ জানিয়েছে, মাদানপাল্লে থেকে রোগী নিয়ে তিরুপতির দিকে আসছিল অ্যাম্বুলেন্সটি। তার মধ্যেই এমন কাণ্ড ঘটে যায়। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান অতিরিক্ত কুয়াশার কারণেই ঘটেছে দুর্ঘটনা। তদন্ত শুরু করেছে চন্দ্রগিরি থানার পুলিশ।
মৃতেরা আন্নামায়া জেলার রামসমুদ্রমের বাসিন্দা। এদিন ভেঙ্কটেশ্বরের মন্দির দর্শন করে পায়ে হেঁটে তিরুমালার দর্শনের জন্য যাচ্ছিলেন তাঁরা। ঘটনায় বেশ কয়েকজন তীর্থযাত্রী আহত হয়েছেন বলে খবর। তাঁদের তিরুপতির রুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
অন্যদিকে রবিবার রাতে বাপাতলা জেলায় তুরপু বাজারে আগুন লেগে দুই মহিলার মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে শর্ট সার্কিটের জেরেই এমন ঘটনা। মৃতদের নাম নাগমণি (৩৪) ও মাধবীলতা (৩০)।
এছাড়া পূর্ব গোদাবরী জেলায় একটি বাড়িতে আগুন লেগে শারীরিকভাবে সক্ষম একজনের মৃত্যু হয়েছে বলে খবর।