শেষ আপডেট: 5th January 2025 17:43
দ্য ওয়াল ব্যুরো: ইচ্ছাকৃতভাবে খুনের জন্যই এমন পরিকল্পনা সাজানো হয়েছিল। ওড়িশার পথ দুর্ঘটনায় দুই বিজেপি নেতার মৃত্যুর পর চাঞ্চল্যকর দাবি সহযাত্রীদের। তাঁদের স্পষ্ট অভিযোগ, এটা নিছকই কোনও দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন। ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
ওড়িশা পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে ওড়িশার সম্ভলপুর জেলায় ৫৩ নম্বর জাতীয় সড়কে ঘটে যায় দুর্ঘটনা।
জানা গেছে, রাত দেড়টা নাগাদ কারদোলা থেকে ভুবনেশ্বর যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। ভিতরে বসে ছিলেন বিজেপির গোশালা মণ্ডলের প্রেসিডেন্ট দেবেন্দ্র নায়েক, প্রাক্তন সরপঞ্চ মুরলীধর ছুরিয়া-সহ মোট ৬ জন। দুর্ঘটনায় দুই বিজেপি নেতার মৃত্যু হয় এবং গাড়িতে থাকা বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে বিষয়টিকে একেবারেই দুর্ঘটনা বলে মানতে নারাজ গাড়িতে বসে থাকা সুরেশ চন্দ নামে এক বিজেপি কর্মী। তাঁর পরিষ্কার অভিযোগ, ‘ইচ্ছাকৃতভাবে তাঁদের গাড়িতে এক নয়, বারবার ধাক্কা দিয়েছে একটি ডাম্পার। পিছনদিক থেকে দু’বার আমাদের গাড়িতে ধাক্কা মারা হয়। ইচ্ছা করে এমনটা করা হচ্ছে বুঝতে পেরে হাইওয়ে থেকে গ্রামের রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেন চালক। তা সত্ত্বেও ডাম্পারটি আমাদের গাড়ির পিছনে ধাওয়া করে আসে। এরপর প্রচণ্ড জোরে ধাক্কা মারলে আমাদের গাড়ি উলটে যায়।’
বিজেপি কর্মীর দাবি, ডাম্পারটি তাঁদের গাড়িতে তিনবার ধাক্কা মারলে প্রথম দু’বার তাঁরা বুঝতে পারলেও তৃতীয়বার আচমকাই জ্ঞান হারান। বিজেপি কর্মীর প্রশ্ন, ভুলবশত একবার ধাক্কা লাগতেই পারে। পরপর তিনবার কেন গাড়িতে ধাক্কা মারা হবে? ঘাতক বাম্পার ও চালককে আটক করেছে পুলিশ।