শেষ আপডেট: 5th March 2025 10:50
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প প্রথম ভাষণে জানিয়ে দিলেন চিন, কানাডা, মেক্সিকোর মতোই ভারতের উপরেও অতিরিক্ত শুল্কনীতি চালু হচ্ছে। আগামী ২ এপ্রিল থেকে ভারতের পণ্যসামগ্রীতে অতিরিক্ত আমদানি শুল্ক চাপাতে চলেছে আমেরিকা। ১ এপ্রিলের জায়গায় ২ এপ্রিল থেকে চালু করার কারণটিও ব্যাখ্যা করে দেন ট্রাম্প নিজে। তিনি বলেন, আমি চাই না, শুল্কবৃদ্ধির দিনটি এপ্রিল ফুলস ডে-র সঙ্গে কোনওভাবে মিলে যায়। ভাষণে তিনি কংগ্রেসকে বলেন, ভারত সহ বেশ কিছু দেশ আমেরিকার কাছ থেকে অতিরিক্ত শুল্ক আদায় করে থাকে। তার বদলা হিসেবে আমেরিকাও সেইসব দেশের কাছ থেকে অতিরিক্ত আমদানি শুল্ক আদায় করবে। তাঁর সরকার এই সিদ্ধান্তে বদ্ধপরিকর।
ট্রাম্প তাঁর ভাষণে বলেন, কেউ যদি ট্রাম্প প্রশাসনের অধীনে আমেরিকার মাটিতে তাদের পণ্য উৎপাদন না করে, তাহলে তাকে শুল্ক দিতেই হবে, কোনও কোনও ক্ষেত্রে বিরাট বোঝা চাপবে। দশকের পর দশক ধরে অন্য দেশগুলি আমেরিকার কাছ থেকে চড়া হারে শুল্ক আদায় করে চলেছে। এবার আমাদের পালা। তাদের কাছ থেকেও আমরা চড়া হারে শুল্ক আদায় করে ছাড়ব।
ট্রাম্প তালিকা ধরে বলেন, ভারত সহ অনেকগুলি দেশ আমেরিকার কাছ থেকে বিশাল পরিমাণের শুল্ক আদায় করে আসছে বছরের পর বছর ধরে। গড়পরতা হিসাবে ইউরোপীয় ইউনিয়ন, চিন, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও কানাডা। এছাড়াও অগুনতি দেশ আমাদের শুল্কের চেয়ে অনেক গুণ চড়া হারে আমাদেরই কাছ থেকে আমদানি কর আদায় করে থাকে। এবার আমরা তার বদলে তাদের কাছ থেকেও অনেক বেশি অঙ্কের শুল্ক আদায় করব।
মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের ভাষণে আরও বলেন, এটা ঠিক নয়, এটা অন্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষিত 'ভারতবন্ধু' ট্রাম্প তাঁর ভাষণে আলাদা করে ভারতকে চিহ্নিত করে বলেন, ভারত আমাদের কাছ থেকে গাড়ি সংক্রান্ত শুল্ক প্রায় ১০০ শতাংশ বেশি আদায় করে আসছে। আমাদের পণ্যের উপর চিনের গড় শুল্ক হল আমাদের হারের দ্বিগুণ। আবার দক্ষিণ কোরিয়ার গড় শুল্কহার আমাদের তুলনায় চারগুণ বেশি, ক্ষোভ প্রকাশ করে বলেন ট্রাম্প।
তাঁর কথায়, আমি চেয়েছিলাম ১ এপ্রিল থেকেই বদলা শুল্কনীতি চালু হোক। কিন্তু, আমি চাই না যে এর জন্য কেউ এপ্রিল ফুলস ডে-কে জুড়ে তামাশা বানাক। তাই ২ এপ্রিল থেকেই নয়া শুল্কনীতি ধার্য করবে আমেরিকা।