মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
শেষ আপডেট: 6th March 2025 12:17
দ্য ওয়াল ব্যুরো: কানাডার (Canada) সঙ্গে বাণিজ্য যুদ্ধের (trade war) মধ্যেই সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে (Justin Trudeau) প্রকাশ্যে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এমনকী আমেরিকায় (America) কবে ভোট হবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। বলেছেন, ক্ষমতায় টিকে থাকতেই ট্রুডো দেশের স্বার্থ ভুলে আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধ চাইছেন।
ট্রাম্প এত কথা লিখেছেন সামাজিক মাধ্যমে। তাতে কানাডার প্রধানমন্ত্রীকে আগগোড়া ‘গভর্নর’ (governor) বলে উল্লেখ করেছেন। আমেরিকার মতো কানাডাতেও বিভিন্ন প্রদেশের প্রধানদের গভর্নর বলা হয়ে থাকে। দেশের প্রধান হলেন প্রধানমন্ত্রী।
মার্কিন প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় এত কিছু লেখেন ট্রুডোর সঙ্গে তাঁর টেলিফোনে কথা হওয়ার পর। ফোনটি ট্রুডোই করেছিলেন বলে জানিয়েছেন ট্রাম্প। কানাডার উপর আমেরিকার অতিরিক্ত বাণিজ্য শুল্ক (tariff) চাপানোয় ট্রুডো ফোনে ট্রাম্পের কাছে জানতে চান এখন কী করণীয়।
কানাডা, ছাড়াও চিন (China) এবং মেক্সিকোর (Mexico) পণ্যের উপর বাড়তি শুল্ক চাপিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। এরমধ্যে চিনের সঙ্গে সরাসরি বাণিজ্য যুদ্ধ শুরু হলেও কানাডা ও মেক্সিকোর ক্ষেত্রে কারণ ভিন্ন। ট্রাম্পের সাফ কথা ওই দুই দেশকে আমেরিকায় মানব এবং মাদক পাচার একশোভাগ বন্ধ করতে হবে। দুই দেশকেই এজন্য এক মাস সময় দিয়েছিলেন উপযুক্ত ব্যবস্থা নিতে।
ট্রুডোর সঙ্গে ফোনালাপের পর ট্রাম্পের বক্তব্য, যেটুকু ব্যবস্থা নেওয়া হয়েছে তা মোটেই পর্যাপ্ত নয়। তাই শুল্ক বাড়ানো হয়েছে। এরপরই ট্রাম্প যোগ করেছেন, ট্রুডোর কাছে তিনি জানতে চান কবে হবে কানাডার ভোট।
প্রসঙ্গত, জাস্টিন ট্রুডো জানুয়ারি মাসে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। সেই সঙ্গে জানান পরবর্তী নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন। তারপর প্রায় দু মাস কেটে গেলেও প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করেননি। কানাডায় আগামী অক্টোবরে ভোট হওয়ার কথা।
ট্রাম্প লিখেছেন, তিনি ট্রুডোর কাছে জানতে চান কানাডায় ভোট কবে করাচ্ছেন। ট্রাম্পের অভিযোগ, ক্ষমতা ধরে রাখতেই ট্রুডো ভোট নিয়ে উচ্চবাচ্য করছেন না এবং দেশকে বাণিজ্য যুদ্ধে নামিয়ে দিচ্ছেন।