মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার অত্যন্ত জোরের সঙ্গে দাবি করে জানালেন, আমেরিকার পণ্যের উপর কোনও শুল্ক না চাপানোর ইচ্ছাপ্রকাশ করেছে ভারত।
ফাইল ছবি।
শেষ আপডেট: 15 May 2025 12:48
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার অত্যন্ত জোরের সঙ্গে দাবি করে জানালেন, আমেরিকার পণ্যের উপর কোনও শুল্ক না চাপানোর ইচ্ছাপ্রকাশ করেছে ভারত। দোহায় এক অনুষ্ঠানে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির মধ্যস্থতার দাবি করা ট্রাম্প বলেন, তাঁর দেশ থেকে সমস্ত আমদানি করা পণ্যে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত। ভারত সরকার আমাদের সঙ্গে এক চুক্তির প্রস্তাব দিয়েছে। মূলত কোনও মার্কিন পণ্যে কোনও শুল্ক না নেওয়ার বিষয়ে কথা বলতে চায়।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বদলা নীতির পর থেকে ভারত-আমেরিকা এনিয়ে দীর্ঘ আলোচনা চালিয়ে যাচ্ছে। এর জবাবে এদিন বিকেলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, চলতি আলোচনা অনেক জটিল জায়গায় দাঁড়িয়ে এবং চূড়ান্ত হতে এখনও বহু দূর। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা এখনও চলছে। এটা একটি জটিল আলাপ-আলোচনা। এখনও কিছুই ঠিক হয়নি।
জয়শঙ্কর ব্যাখ্যা দিয়ে বলেন, সব বাণিজ্য চুক্তিই দ্বিপাক্ষিক লাভ-লোকসানের কথা মাথায় রেখে হয়। যাতে দুদেশই উপকৃত হয়। আমাদের চুক্তি লাভবান না হলে কোনও সিদ্ধান্ত নেওয়া অপরিণত হবে। কাতারের দোহায় এক অনুষ্ঠানে বিশ্বের তাবড় শিল্পপতিদের সামনে ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প। সেখানেই তিনি কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুচ্ছ গুচ্ছ বাণিজ্যিক চুক্তি হতে চলেছে বলে জানান। যার মধ্যে বোয়িং জেট বিমানও রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আইফোন সংস্থা অ্যাপল-এর মালিক টিম কুককে তিনি বলেছেন যে, ভারতে আইফোনের উৎপাদন শুরু হোক তা তিনি চান না। কারণ আমেরিকা থেকে আমদানি করা পণ্যে বিশ্বের মধ্যে সবথেকে বেশি শুল্ক চাপায় ভারত।
তখনই তিনি বলেন, ভারত এ ব্যাপারে একটি প্রস্তাব পাঠিয়েছে। কার্যত তারা সব শুল্ক তুলে নিতে আগ্রহী। আমি টিমকে বলেছি, আমরা আপনার সঙ্গে ভালই ব্যবহার করছি। কত বছর ধরে আপনারা চিনে উৎপাদন করছেন। কিন্তু আমরা চাই না যে আপনি ভারতে কোম্পানি খুলে উৎপাদন শুরু করুন। ভারত তাদের ভাল নিজেরাই বুঝে নিক।