শেষ আপডেট: 25th January 2025 09:05
দ্য ওয়াল ব্যুরো: বিদেশি সহায়তা বন্ধ করে দিল ট্রাম্প প্রশাসন। ব্যতিক্রম ইজরায়েল ও ইজিপ্ট। নতুন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এই মর্মে নির্দেশ জারি করেছেন। যদিও এখনও মার্কিন প্রশাসন প্রকাশ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করেনি। তবে মার্কোর নির্দেশ সংক্রান্ত নোট ফাঁস হয়ে গিয়েছে। তাতেই বিশ্ব জুড়ে উদ্বেগের মেঘ জমেছে।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের জেরে তাৎক্ষণিকভাবে গুরুতর সমস্যায় পড়ল ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধে দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ এবং খাদ্যসামগ্রী পেয়ে আসছিল। মার্কোর নির্দেশে তা বন্ধ হয়ে গেল।
ঘটনাচক্রে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত জানার পর পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ এড়ানো যেত। পুতিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময় থেকেই আমেরিকাকে দোষারোপ করে আসছিলেন। কারণ, বিগত বাইডেন প্রশাসন ইউক্রেনকে অস্ত্র ও খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করে। ট্রাম্প প্রকাশ্যেই বাইডেনের ওই সিদ্ধান্তের বিরোধিতা করেন।
আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন সহায়তার বিষয়টি তাঁর প্রশাসন খতিয়ে দেখবে বলে শপথের আগেই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেউই ভাবতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর সপ্তাহ গড়ানোর আগেই তিনি ভাবনা কার্যকর করবেন।
মার্কো তাঁর নোটে বলেছেন, বিদেশি সহায়তার খুঁটিনাটি নতুন প্রশাসন খতিয়ে দেখবে। তাই নতুন করে কোনও দেশকে আর্থিক সহায়তা দেওয়া হবে না। বর্তমানে চালু সহায়তার মেয়াদও আপাতত বাড়ানো হবে না। আপাতত ইজরায়েল এবং ইজিপ্ট বাদে সব দেশের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত বলবৎ হবে।
মার্কো লিখেছেন, আন্তর্জাতিক সহায়তা প্রদান কতটা মার্কিন বিদেশনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ তা খতিয়ে দেখতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। তাই আপাতত সহায়তা বন্ধ থাকবে।