শেষ আপডেট: 30th October 2024 11:37
দ্য ওয়াল ব্যুরো: ভারত-কানাডা কূটনৈতিক বিবাদ নয়া মাত্রা নিল জাস্টিন ট্রুডোর এক মন্ত্রীর বয়ানে। কানাডার উপ বিদেশমন্ত্রী ডেভিড মরিসনের বক্তব্য, কানাডায় হরদীর সিং নিজ্জর হত্যা এবং খলিস্তানিদের নিকেশ করার জন্য যে ভারতীয় কর্তা দেশের গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কানাডার মন্ত্রীর অভিযোগ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রক এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। মুখ খোলেননি অমিত শাহ’ও। ওয়াকিবহাল মহলের মতে, ভারতের কোনও মন্ত্রীর বিরুদ্ধে কোনও দেশের এই জাতীয় গুরুতর অভিযোগ আগে শোনা যায়নি। দিল্লির পররাষ্ট্রমন্ত্রক এর আগে একাধিকবার কানাডার অভ্যন্তরীণ বিষয়ে ভারতের যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তাতে যদিও বরফ গলেনি। কানাডা ও ভারত পরস্পরের কূটনীতিকদের বহিষ্কার করে। বহিষ্কৃতের তালিকায় দুই দেশের রাষ্ট্রদূতেরাও আছেন।
গত সপ্তাহে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে খবর এক প্রতিবেদনে জানিয়েছিল, ভারত ও কানাডার মধ্যে তীব্র কূটনৈতিক বিবাদের মূলে আছেন একজন শীর্ষস্থানীয় ভারতীয় কর্তা। তাঁর নির্দেশেই ভারতীয় গোয়েন্দা এজেন্সি কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী বা খলিস্তানিদের হত্যার অভিযান শুরু করে। হরদীপ সিং নিজ্জর হত্যা ছিল সেই অভিযানেরই অংশ।
সেই খবরের ভিত্তিতে দুই দেশের চলমান কূটনৈতিক বিবাদ নিয়ে কানাডার সংসদীয় কমিটির সামনে হাজির হয়েছিলেন উপ বিদেশমন্ত্রী ডেভিড। সংসদীয় কমিটি তাঁর কাছে জানতে চায়, নিজ্জর হত্যায় ভারতীয় কর্তার সায় ছিল বলে যে খবর প্রকাশিত হয়েছে সে ব্যাপারে কী তথ্য আছে। জবাবে ডেভিড কমিটিকে বলে, একেবারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেই নির্দেশ ছিল ভারতীয় গোয়েন্দা এজেন্সিগুলির কাছে। তারা এজেন্ট নিয়োগ করেছিল খলিস্তানিদের হত্যার জন্য। হরদীপ সিং নিজ্জর হত্যাকারীদের নিশানায় ছিলেন। গত বছর জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে একটি গুরুদ্বারের সামনে গুলি করে হত্যা করা হয় তাঁকে। কানাডার মন্ত্রী জানিয়েছেন, ওয়াশিংটন পোস্টকে ভারতের শীর্ষ কর্তার যুক্ত থাকার খবর তিনিই দিয়েছিলেন। সেই কর্তা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কানাডার নিরাপত্তা উপদেষ্টা নাথালি দ্রাউইনও সংসদীয় কমিটির সামনে হাজির হয়েছিলেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নিরাপত্তা উপদেষ্টার বক্তব্য, তিনি কানাডা পুলিশের সংগৃহীত নথিপত্র দেখেছেন। তিনি নিশ্চিত ভারতীয় এজেন্ট কানাডায় খলিস্তানিদের হত্যা করে অশান্তি তৈরির ষড়যন্ত্রে লিপ্ত ছিল।