শেষ আপডেট: 14th March 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রঙের উৎসবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল মুম্বাই-অমরাবতী এক্সপ্রেস (Mumbai-Amaravati Express)। জানা গিয়েছে এদিন ভোর সাড়ে চারটে নাগাদ মহারাষ্ট্রের (Maharashtra) ভুসাওয়াল ডিভিশনের বদওয়াদ স্টেশনের কাছে চলন্ত এক্সপ্রেসে ধাক্কা মারে ট্রাক। দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই ট্রেনে বসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন ভোরে সিগনাল না মেনেই সোজা রেল লাইনে (RailWay Track) এসে পড়ে ট্রাকটি (Truck)। উল্টো দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল অমরাবতী এক্সপ্রেস।
স্বাভাবিকভাবেই ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় ট্রাকটি। সাতসকালে এমন দুর্ঘটনার জেরে ওই ডিভিশনে বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। প্রায় পাঁচ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে খবর। দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
#WATCH | Maharashtra: A truck collided with Mumbai-Amravati Express at Bodwad Railway station between Bhusawal and Badnera sections of the Bhusawal division. The incident occurred when the truck crossed a closed railway crossing. There is no injury to the truck driver or any… pic.twitter.com/WLE1YCN6I4
— ANI (@ANI) March 14, 2025
কিন্তু কীভাবে এমন কাণ্ড ঘটাল ট্রাক চালক তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে ঘাতক ট্রাকটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মধ্য রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শুক্রবার ভোরে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে অমরাবতী যাচ্ছিল ট্রেনটি। ভুসাওয়াল ডিভিশনে বদওয়াড় স্টেশনের কাছে সিগনাল না মেনেই নিয়ন্ত্রণ হারিয়ে সবকিছু ধাক্কা মেরে ভেঙে একেবারে লাইনের উপর এসে পড়ে। যদিও পরে পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় সকাল ৮টা ৫০ নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘাতক গাড়ির চালক মদ্যপ ছিল কী না তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি গাড়ির মালিকেরও খোঁজ শুরু হয়েছে। জানা গিয়েছে, এদিন লেভেল-ক্রসিংটি অনেক আগে থেকেই বন্ধ ছিল। কিন্তু সবকিছু ভুলে সোজা এক্সপ্রেসে ধাক্কা মারে ট্রাকটি।