শেষ আপডেট: 16th September 2024 12:53
দ্য ওয়াল ব্যুরো: ফের দেশের দুই রাজ্যে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। সূত্রের খবর, একদিকে যেমন ত্রিপুরায় এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে, তেমনই মধ্যপ্রদেশে ৮ বছর বয়সি এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে তাঁরই বাবার বিরুদ্ধে। আরজি কর কাণ্ডে যখন উত্তাল দেশ, তখন এমন কাণ্ডে উত্তেজনা ছড়িয়েছে।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্তি ছড়িয়েছে দক্ষিণ ত্রিপুরায়। সূত্রের খবর, শনিবার স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল ওই স্কুল পড়ুয়া। আচমকাই তাঁকে রাস্তায় ঘিরে ধরে এক দুষ্কৃতী দল। এরপর অপহরণ করে ওই নাবালিকার উপর চলে নারকীয় অত্যাচার।
পরে শনিবার রাতেই ক্ষতবিক্ষত অবস্থায় ওই ছাত্রীকে বাড়ির সামনে ফেলে যায় অভিযুক্তরা। দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া মহিলা থানা সূত্রে খবর, মেয়ে স্কুল থেকে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে তাঁর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই শনিবার রাতে নাবালিকাকে গণধর্ষণ করে বাড়ির সামনে ফেলে দিয়ে চম্পট দুষ্কৃতী দলের।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে স্কুল থেকে ফেরার পথে দক্ষিণ ত্রিপুরার বাসিন্দা ওই ছাত্রীকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে দুষ্কৃতীরা। তদন্তে নেমে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে না পারলেও পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্তের বয়স ২২ বছর। সে ওই এলাকারই বাসিন্দা। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।
অন্যদিকে, মধ্যপ্রদেশে ৮ বছরের এক শিশু কন্যাকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। হাত-পা বেঁধে কুয়োয় ফেলে দেওয়ার কারণে দমবন্ধ হয়ে মৃত্যু হয় শিশুর। তিনদিন পর খোঁজ না পেয়ে লিখিত অভিযোগ দায়েরর পরই ঘটনাস্থলে পৌঁছে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাতেই সামনে আসে সত্য।
পুলিশের অনুমান, শুধু খুন নয় শিশুটিকে খুনের আগে ধর্ষণও করা হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রদেশের গুনা জেলার চাঁচোড়া থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ইতিমধ্যে গুণধর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মেয়েকে খুনের কথা স্বীকার করলেও ধর্ষণের বিষয়ে মুখে কুলুপ তার। মৃত্যুর কারণ নিয়ে জারি ধোঁয়াশা।