শেষ আপডেট: 8th October 2024 11:23
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানায় কংগ্রেস জোট ও বিজেপির মধ্যে সেয়ানে সেয়ানে টক্কর চললেও জম্মু-কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট সংখ্যাগরিষ্ঠতা ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া ফিগারে জানা গিয়েছে, ন্যাশনাল কনফারেন্স ৩৯টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস ৮টিতে। অন্যদিকে, বিজেপি ২৮, মেহবুবা মুফতির পিডিপি ৩টি, জেপিসি ২ এবং সিপিএম ও ডিপিএপি ১টি করে আসনে এগিয়ে আছে। নির্দল প্রার্থী ৮টি আসনে এগিয়ে।
শেষ পাওয়া প্রবণতা অনুযায়ী হরিয়ানায় তৃতীয়বার সরকার গঠনের পথে বিজেপি। এই মুহূর্তে তারা অর্ধেকের বেশি আসনে এগিয়ে রয়েছে। বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করার পথে নরেন্দ্র মোদীর দল বিজেপি। হরিয়ানার ৯০টি আসনের মধ্যে বিজেপি ৪৮টি আসনে এগিয়ে গিয়েছে।
যদিও কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা আত্মপ্রত্যয়ের সুরে বলেন, কংগ্রেস আসছে, বিজেপি যাচ্ছে। তাঁর দাবি, তৃতীয়বার আর সরকার গড়া হবে না বিজেপির। কংগ্রেসই সরকার গঠন করবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী হুডা গাঢ়ি সাম্পলা-কিলোই কেন্দ্রে মাত্র হাজার পাঁচেক ভোটে এগিয়ে রয়েছেন।