অনভি কামদার
শেষ আপডেট: 18th July 2024 11:38
দ্য ওয়াল ব্যুরো: ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার হিসেবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ছিলেন তিনি। আড়াই লক্ষেরও বেশি ফলোয়ারের সঙ্গে নিত্য শেয়ার করে নিতেন নানারকম ভ্রমণের ছবি-গল্প। সুযোগ পেলেই কখনও একা, কখনও বা বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়তেন তিনি। বানাতেন রিল, করতেন ভিডিও। কিন্তু কে ভাবতে পেরেছিল, সেই রিল বানাতে গিয়েই প্রাণ যাবে মুম্বইয়ের তরুণী অনভি কামদারের!
জানা গেছে, মঙ্গলবার মহারাষ্ট্রের রায়গড় জেলার কুম্ভ জলপ্রপাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অনভি। বর্ষার মরসুমে এই ঝর্নায় বহু পর্যটকই ভিড় করেন। সেখানে গিয়ে, রিল বানাবেন বলে ঝর্নার একেবারে ধারে চলে যান অনভি। টাল সামলাতে না পেরে পা পিছলে পড়ে যান খাদে।
ঘটনায় ভয় পেয়ে যান বন্ধুরা, সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দেন তাঁরা। সঙ্গে সঙ্গে তরুণীকে খাদ থেকে উদ্ধার করতে পৌঁছে যায় পুলিশ এবং উপকূলরক্ষীরাও। ৩০০ ফুটেরও বেশি গভীর খাদ থেকে ছ’ঘণ্টার চেষ্টায় তরুণীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মারা যান তিনি।
সপ্তাহ দুয়েক আগেই মহারাষ্ট্রের লোনাভালাতে হড়পা বানে একই পরিবারের ৫ জন ভেসে গেছিলেন। তার পরেই পুনের তামিনিঘাটের ঝরনায় নামতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যান ৩৮ বছর বয়সি এক ট্রেকার। তার পরেই ফের ঘটে গেল বিপর্যয়। এবার রিল বানানোর নেশায় প্রাণ দিলেন তরুণী।