শেষ আপডেট: 19th July 2024 07:13
দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত ট্রেনি আইএএস অফিসার পূজা খেদকারের মা মনোরমাকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। জমি জবরদখলের ইস্যুতে মনোরমার বিরুদ্ধে বন্দুক নিয়ে কৃষকদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। তার প্রেক্ষিতেই তিনি গ্রেফতার হয়েছেন। এখন জানা গেল, মেয়ের মতো মাও ভুয়ো নথি জমা রেখে লুকিয়ে ছিলেন মহারাষ্ট্রের একটি লজে। সেখান থেকেই তাঁকে পাকড়াও করে পুলিশ।
পূজার বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি ভুয়ো নথি পেশ করে 'বিশেষভাবে সক্ষম' হওয়ার দাবি করে আইএএস অফিসার হয়েছেন। একাধিক ক্ষেত্রে জাল রেশন কার্ড, ভুল ঠিকানা ব্যবহার করেছেন তিনি। এই একইভাবে ভুয়ো নথি দিয়ে লজে লুকিয়ে ছিলেন পূজার মা। পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্রের যে লজে তিনি ছিলেন সেখানে নিজেকে 'ইন্দুবাঈ' বলে পরিচয় দিয়েছিলেন। নথি হিসেবে জমা রেখেছিলেন আধার কার্ড, যেটি জাল। শুধু তাই নয়, সেই লজে যে ট্যাক্সি নিয়ে গেছিলেন মনোরমা সেই ট্যাক্সিচালককে নিজের ছেলে সাজিয়েছিলেন তিনি।
বন্দুকে হাতে কৃষকদের ভয় দেখানোর ইস্যুতেই মনোরমার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছিল। যদিও এই ঘটনাটি পুরনো তবে তার ভিডিও এখন ভাইরাল হওয়ায় নড়েচড়ে বসে পুলিশ। কিন্তু এতদিন বেপাত্তা ছিলেন মনোরমা। অবশেষে তাঁকে মহারাষ্ট্রের ওই লজ থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে পুনে আদালতে তোলা হলে ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জমি ইস্যুতে পূজার বাবা দিলীপ খেদকারও অভিযুক্ত। যদিও তাঁকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
দিলীপের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। পুলিশ জানতে পেরেছে, ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল দিলীপের বিরুদ্ধে। তার জন্য তাঁকে দু'বার সাসপেন্ডও হতে হয়। প্রথমবার তিনি সাসপেন্ড হন ২০১৮ সালে। এর ঠিক দু'বছর পর আবার ২০২০ সালে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। ঘুষ নেওয়ার অভিযোগ ছাড়াও তাঁর বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ আনা হয়।