শেষ আপডেট: 14th January 2025 13:46
দ্য ওয়াল ব্যুরো: খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় রেলের। মঙ্গলবার সকালে তামিলনাড়ুতে ফের লাইনচ্যুত ট্রেন। জানা গেছে, এদিন সকালে পুদুচেরিগামী একটি যাত্রীবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তবে চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি বলে খবর। ট্রেন লাইনচ্যুত হওয়ার পর আচমকা বিকট শব্দ কানে আসতেই তড়িঘড়ি সেটি দাঁড় করিয়ে দেন চালক।
জানা গেছে, মঙ্গলবার সকালে একটি যাত্রিবাহী ট্রেনটি পুদুচেরি যাচ্ছিল। ভিলুপুরম রেল স্টেশন ছেড়ে কিছুদূর ট্রেন এগোতেই বাঁধে গণ্ডগোল। আচমকা প্রবল ঝাঁকুনিতে দুলে উঠতেই এক মুহূর্ত দেরি না করে দ্রুততার সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন চালক। খবর রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেন।
রেলের তরফে জানানো হয়েছে, সমস্ত যাত্রীকে নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনা হয়েছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ঠিক কী কারণে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হল, তা জানতে শুরু হয়েছে তদন্ত।
রেলের প্রাথমিক অনুমান, রেললাইনের উপর পড়ে থাকা ভারী কোনও বস্তুর সঙ্গে ধাক্কা লাগতেই এমন দুর্ঘটনা ঘটেছে। তবে বড়সড় কোনও বিপদ ঘটলে তার দায় কে নিত? তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রেলকে। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটে দুর্ঘটনা। ট্রেনটিতে প্রায় ৫০০ জন যাত্রী ছিলেন।
Tamil Nadu: A major disaster was narrowly avoided when the wheels of a passenger train derailed near Villupuram railway station. The train had just departed when five coaches went off track. No casualties were reported, and officials are investigating the cause pic.twitter.com/6mR0RBEVjT
— IANS (@ians_india) January 14, 2025
দুর্ঘটনার জেরে তিন ঘণ্টারও বেশি সময় ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে ধীরে ধীরে স্বাভাবিক ভয় পরিস্থিতি। এদিন ভোরে ভিলুপুরম স্টেশন থেকে ট্রেন ছেড়ে কিছুদূর যাওয়ার পর রেল লাইনের একটি বাঁক ঘুরতে গিয়েই ঘটে যায় অঘটন। ট্রেনের পাঁচটি কামরা লাইনচ্যুত হয়।
ভিলুপুরম স্টেশন থেকে রেলপথে পুদুচেরির দূরত্ব ৩৮ কিলোমিটার। মঙ্গলবার ভোরে স্টেশন থেকে যাত্রীবোঝাই ট্রেন ছাড়ার পরই আচমকা বিকট শব্দ শুনতে পেয়েই গাড়িব থামিয়ে দেন চালক। নাহলে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতেই পারত। উল্লেখ্য, নতুন বছর পড়লেও রেল নিয়ে অভিযোগের শেষ নেই। সে রেল দুর্ঘটনা হোক বা পরিষেবায় গাফিলতি, দেশের একাধিক প্রান্ত থেকেই এমন অভিযোগ সামনে আসছে।