শেষ আপডেট: 12th March 2025 17:34
দ্য ওয়াল ব্যুরো: দু'হাজার টাকা খরচ করে এসি টু টায়ারের টিকিট কেটে এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন। কিন্তু এমন পরিস্থিতি হবে তা কে জানত! এসি কামরায় নিশ্চিন্তে যাত্রা করবেন বলে উঠলেও ইঁদুরের দাপাদাপিতে সারা রাত না ঘুমিয়েই কাটাতে হল এক যুবককে। এমনকি শান্তিতে যে একটু নিজের আসনে বসবেন মেলেনি সেই সুযোগও। এরপরই পুরো ঘটনার ভিডিও করে ভারতীয় রেলের করুণ ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি।
সূত্রের খবর, ১৩২৮৮ সাউথ বিহার এক্সপ্রেসের ঘটনা। প্রশান্ত কুমার নামে ওই যুবকের অভিযোগ, দু'হাজার টাকার টিকিট কেটে তিনি এসি টু টায়ারে উঠেছিলেন। প্রথমে কোনও অসুবিধা না হলেও ট্রেন ছাড়তেই বড় বিপদের মুখোমুখি হন তিনি। চোখে পড়ে এক্সপ্রেস ট্রেনের কামরাতেই একাধিক ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে যুবকের অভিযোগ, সিটের নীচে, এমনকী বেশ কয়েকটি সিটের ফাঁকেও ইঁদুর ঘোরাঘুরি করছিল। তাঁর ব্যাগের উপরেও উঠে পড়ছিল কয়েকটি। বিরক্ত হয়ে যুবক পোস্টের ক্যাপশনে লেখেন, "এই জন্য আমি এসি টু টায়ারের টিকিট কেটেছিলাম?"
@complaint_RGD @IRCTCofficial @RailMinIndia @RailwaySeva @AshwiniVaishnaw
— Prashant Kumar (@pkg196) March 6, 2025
PNR 6649339230, Train 13288, multiple rats in coach A1, rats are climbing over the seats and luggage.
Is this why I paid so much for AC 2 class?@ndtv @ndtvindia @aajtak @timesofindia @TimesNow @htTweets pic.twitter.com/vX7SmcfdDR
বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ট্রেনের কর্মীদের খবর দেওয়া হয়। অভিযোগ তাঁরা এসে আরশোলা মারার স্প্রে পুরো কামরাতেই ছড়িয়ে দেন। অভিযোগ, রেলের কর্মীরা বিষয়টি ধামাচাপা দিতে স্প্রে ছড়িয়ে দিলে ইঁদুরের উপদ্রব ও আরশোলা মারার স্প্রে'র ঝাঁঝালো গন্ধে যাত্রীদের নিঃশ্বাস নেওয়া রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে পড়ে। উল্টে কাচ বন্ধ এসি কামরায় দমবন্ধ হওয়ার জোগাড় হয় যাত্রীদের।
যুবকের অভিযোগ, বিষয়টি তৎক্ষণাৎ রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-এ জানালে কয়েকজন কর্মী এসে আরশোলা মারার স্প্রে এবং ঝাঁটা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও উল্টে তা আরও খারাপ হয়। শেষমেশ ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে সিটের তলায় ইঁদুর ধরার জন্য আঠালো প্যাড পেতে দেওয়া হয়।
সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ভিডিওতে সামনে আসতেই ভারতীয় রেলের তুলোধনা করতে শুরু করেছেন নেটিজেনরা। একজন লেখেন, "এসি কামরা হোক বা জেনারেল, ভারতীয় রেলে সমস্যা সর্বত্র। দুর্বিষহ অভিজ্ঞতা নিয়েই বহু মানুষ চলাচল করতে বাধ্য হন।"
আরেকজন লেখেন, "খাবারের মান থেকে শুরু করে বাথরুমের মানও যথেষ্ট খারাপ। মাসে হাজার হাজার টাকা নিলেও মেরেকেটে এক কিংবা দু'বার একবার বা দুবার ধোয়া হয়। স্বাভাবিকভাবেই যা ঘটেছে তা অত্যন্ত যুক্তিযুক্ত।"