শেষ আপডেট: 27th September 2024 13:01
দ্য ওয়াল ব্যুরো: আবার ট্রেনে হামলার ঘটনা ঘটল। বিগত কয়েক সপ্তাহে দেশের একাধিক রাজ্যের বিভিন্ন এলাকায় ট্রেন দুর্ঘটনার পরিকল্পনা করা হয়েছে। এবার ফের সরাসরি হামলা করা হল যাত্রীবাহী ট্রেনে। বিহারে এই ঘটনা ঘটেছে। আহত হয়েছেন বহু যাত্রী।
বিহারের সমস্তিপুরে হামলা করা হয়েছে স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসে। রেল সূত্রে খবর, ট্রেনের স্লিপার কোচ লক্ষ্য করে পাথর দিয়ে হামলা করা হয়েছে। এই ঘটনায় বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন এবং তাঁদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি। জানা গেছে, জয়নগর থেকে দিল্লি যাওয়ার সময়ে মুজফফরপুর-সমস্তিপুর শাখার সমস্তিপুর স্টেশন থেকে কিছুটা দূরে এই ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ইতিমধ্যেই একটি মামলা রুজু করেছে পুলিশ। কিন্তু কেন ট্রেন লক্ষ্য করে হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। কাউকে গ্রেফতার পর্যন্ত করা সম্ভব হয়নি এখনও।
রেল অবশ্য আগেই দাবি করেছিল যে, এইসব ঘটনায় কোনও নাশকতা নেই। তাও বিষয়গুলি একদমই হালকাভাবে নিচ্ছে না রেলমন্ত্রক। দেশের সব রাজ্যের সরকার, পুলিশের ডিজি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র সঙ্গে কাজ শুরু করেছে ভারতীয় রেল। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মঙ্গলবার জানিয়েছেন, যারা ধারাবাহিকভাবে রেল ট্র্যাকে নানা বস্তু ফেলে দিয়ে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছে তারা কোনও ভাবেই ছাড় পাবে না। এদের ধরতে কাজ শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে খুব দ্রুত ফল পাওয়া যাবে।
রেলমন্ত্রীর বক্তব্যে একটু হলেও স্বস্তি পাচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু এই ধরনের ঘটনা যতদিন না কমবে ততদিন সম্পূর্ণ চিন্তা দূর কারও হবে না। যদিও এনআইএ তদন্তের কথা বললেও তাঁরা ঠিক কী প্রেক্ষিতে তদন্ত করছে তা স্পষ্ট করেননি অশ্বিনী বৈষ্ণব। তবে তাঁর ঘোষণার পর অল্পদিনের মধ্যেই আবার ট্রেনে হামলার ঘটনা আতঙ্ক বাড়িয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে।