শেষ আপডেট: 25th August 2024 15:08
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক মাস ধরে একাধিক ট্রেন দুর্ঘটনার খবর সামনে এসেছে। মৃত্যু হয়েছে বহু মানুষের। রবিবার আরও এক খবর পাওয়া গেল। উত্তরপ্রদেশে দুর্ঘটনার মুখে পড়েছে যাত্রীবাহী দূরপাল্লার ট্রেন। ১০টি বগি খুলে গিয়ে কেলেঙ্কারি কাণ্ড ঘটেছে। কীভাবে ঘটল এই দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু হয়েছে।
উত্তরপ্রদেশে ধানবাদগামী গঙ্গা-শতদ্রু এক্সপ্রেসের ১০টি বগি খুলে গেছে বলে খবর। রাজ্যের চক্রজ মাল এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। কেউ গুরুতর আহত হয়েছেন বলেও খবর নেই। তবে ঘটনাটি যাত্রীদের মধ্যে যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে তা বলাই বাহুল্য।
আগামী ৩১ তারিখ উত্তরপ্রদেশে পুলিশ নিয়োগের পরীক্ষা রয়েছে। সূত্রের খবর, ওই ট্রেনে ২০০-র বেশি পরীক্ষার্থী ছিলেন। ট্রেন বিভ্রাটের কারণে তাঁদের গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য স্থানীয় পুলিশ ও রেল সহায়তা করেছে। তাঁদের সকলের জন্য আলাদা করে বাসের ব্যবস্থা করেছে তারা।
রাজ্যের অতিরিক্ত পুলিশ সুপার ধরম সিং মার্চাল জানিয়েছেন, ধানবাদগামী ওই ট্রেনের কিছু বগি ইঞ্জিন-সহ বাকি বগিগুলি থেকে আলাদা হয়ে গিয়ে এই ঘটনা ঘটেছে। তবে যাত্রীরা সকলে নিরাপদ আছেন। তেমন বড় কোনও ক্ষতি কারও হয়নি। প্রাথমিক অনুমান, যান্ত্রিক কোনও ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে যে কোনও সময়েই যে এটি বড় দুর্ঘটনায় পরিণত হতে পারত তা স্বীকার করে নিয়েছেন তিনিও।