শেষ আপডেট: 1st August 2024 16:28
দ্য ওয়াল ব্যুরো: একদিকে একের পর এক দূর্ঘটনা, অন্যদিকে, তাল মিলিয়ে বিরোধীদের সমালোচনার মুখে অবশেষে মুখ খুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। বৃহস্পতিবার লোকসভায় রেল বাজেট নিয়ে বিতর্কের জবাবে রেলমন্ত্রী আগামী দশ বছরের জন্য রেল নিয়ে সরকারেরর পরিকল্পনা তুলে ধরেন।
বৈষ্ণর কথায় আগামী দশ বছরে রেল আরও বেশি আম আাদমির হয়ে উঠবে। তাঁর কথায়, প্রতিটি দ্রুত গতির ট্রেনে চারটি করে অর্ডিনারি কোচ থাকবে, যাতে সাধারণ যাত্রীরাও অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন।
বন্দে ভারত ট্রেনের সাফল্য দাবি করে রেলমন্ত্রী বলেন, এরপর শুরু হবে বন্দে ভারত মেট্রো পরিষেবা। দেড়শ কিলোমিটার ব্যবধানে দুটি বড় স্টেশনের মধ্যে চলবে এই ট্রেন।
রেলমন্ত্রী জানান, ১৪০ কোটির দেশে বছরে ৭০০ কোটি মানুষ ট্রেনে যাত্রা করেন। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় ভারতীয় রেল আম আদমির। তিনি জানান, বন্দে ভারত ট্রেনের সঙ্গে যুক্ত করা হবে বিশেষভাবে তৈরি স্লিপার কোচ। সেগুলি হবে যথেষ্ট আরামদায়ক। এগুলির পরীক্ষামূলকভাবে চালিয়ে সফল হওয়া গেছে।
রেলের বিপন্ন সুরক্ষা নিয়ে কংগ্রেস সহ অতীতের বিরোধী দল শাসিত সরকারগুলিকে কাঠগড়ায় তোলেন বর্তমান রেলমন্ত্রী। তিনি বলেন, বিশ্বে রেলে আধুনিক সুরক্ষা ব্যবস্থা চালু হয়েছিল ১৯৭০-এ। কিন্তু পরের বছরগুলি কংগ্রেস সহ বিরোধীদের সরকারগুলি কোনও উদ্যোগ নেয়নি।
রেল দূর্ঘটনা রুখতে তিনি কবচ সুরক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বলে প্রায়ই দাবি করেন প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৃহস্পতিবার বর্তমান রেলমন্ত্রী দাবি করেন, কবচ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ২০১৯-র। তারপর থেকে এই ব্যবস্থা মোদী সরকার কার্যকর করছে।