শেষ আপডেট: 19th October 2024 20:56
দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কাই সত্যি হল। শীত আসার আগে দূষণের বিষাক্ত চাদরে ঢাকল রাজধানী শহর দিল্লি। পড়শি রাজ্যগুলিতে লাগাতার ফসলের গোড়া পোড়ানোর কারণে বিষ বাষ্পে ভরে গিয়েছে। যার প্রভাব পড়েছে যমুনার জলেও।
সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিষাক্ত ফেনায় ঢেকে গিয়েছে যমুনার জল। এক ঝলকে দেখলে সেটিকে পেঁজা তুলোর মতো মেঘ বলে মনে হলেও, তার আড়ালেই লুকিয়ে রয়েছে বিষাক্ত ফেনা। অক্টোবর মাস পেরতে না পেরতেই যমুনার হাল দেখে মাথা খারাপ হওয়ার জোগাড় পরিবেশবিদদের।
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জানিয়েছে, শনিবার সকালে দিল্লিতে ধোঁয়াশার যে স্তর চোখে পড়েছে, তাতেই স্পষ্ট বেশ কয়েকটি অংশে বায়ুর গুণগত মান অত্যন্ত খারাপ স্তরে পৌঁছে গিয়েছে।
বিভিন্ন কারখানার রাসায়নিক জলে মেশার কারণে এই ফেনা সৃষ্টি হচ্ছে বলে মনে করা বলে মনে করছেন পরিবেশবিদেরা। গত বছরেও এ রকম ফেনা ভাসতে দেখা গিয়েছিল যমুনার জলে। দিল্লি জল বোর্ড সেই ফেনা সরাতে বিশেষ উদ্যোগ নিয়েছিল।
???? Yamuna River condition, and people will take bath in it for Chhath Puja soon. ???? pic.twitter.com/FOTBGKhpDk
— Indian Tech & Infra (@IndianTechGuide) October 18, 2024
দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, দূষণ কমানোর জন্য ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। ১৩টি হটস্পট এলাকায় ৮০টি অ্যান্টি-স্মগ গান ইনস্টল করা হয়েছে। দিওয়ালির আগে দিল্লির লাগামছাড়া দূষণে মাথা খারাপ হওয়ার উপক্রম আপ সরকারের।