Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Pahalgam Attack

কাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদের

শনিবার অনন্তনাগ জেলার পহেলগামের (Pahalgam Terror Attack) নুনওয়ান বেস ক্যাম্পে অমরনাথ যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান মনোজ সিনহা।  

কাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদের

ফাইল চিত্র

শেষ আপডেট: 14 June 2025 15:09

দ্য ওয়াল ব্যুরো: পহেলগামের জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর  নিরাপত্তাজনিত কারণে বন্ধ জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) একাধিক জনপ্রিয় পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। অবশেষে প্রায় দেড় মাস পর ধাপে ধাপে সেগুলি খুলছে। আগামী  ১৭ জুন থেকে এই প্রক্রিয়া শুরু হবে, এমনটাই জানিয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

শনিবার অনন্তনাগ জেলার পহেলগামের (Pahalgam Terror Attack) নুনওয়ান বেস ক্যাম্পে অমরনাথ যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজ সিনহা বলেন, 'নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনার পর পর্যটকদের জন্য আবারও কিছু স্থান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রথম পর্যায়ে ১৭ জুন থেকে এই প্রক্রিয়া শুরু হবে।'

প্রথম ধাপে যে সমস্ত জায়গা খুলে দেওয়া হবে সেগুলি হল-

পহেলগামের বিটাব ভ্যালি ও স্থানীয় বাজার সংলগ্ন পার্কগুলি
অনন্তনাগ জেলার ভেরিনাগ, কোকেরনাগ ও অছবাল গার্ডেন
শ্রীনগরে বাদামওয়ারি পার্ক, নিগীন সংলগ্ন ডাক পার্ক এবং হাজরতবাল সংলগ্ন তকদির পার্ক

এছাড়া জম্মুর আটটি জনপ্রিয় পর্যটনস্থল পুনরায় খুলে দেওয়া হবে-

কাঠুয়াতে সারথল ও ধগ্গর
রেয়াসিতে দেবী পিন্ডি, সিয়াদ বাবা ও সুলা পার্ক
ডোডায় গুলডান্ডা ও জয় ভ্যালি
উদমপুরের পঞ্চেরি

লেফটেন্যান্ট গভর্নর আরও বলেন,  'পরবর্তী ধাপে আরও কিছু স্থান খুলে দেওয়া হবে। জেলা ভিত্তিক রিপোর্টের ওপর ভিত্তি করে পর্যটন বিভাগ সিদ্ধান্ত নেবে।' তিনি জানান, 'বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর পর্যটকদের মধ্যে নতুন করে উৎসাহ দেখা যাচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ১০-১২ দিনের জন্য সব টিকিট বুক হয়ে গিয়েছে।'

আগামী মাসে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। এই প্রসঙ্গে মনোজ সিনহা বলেন, '৩ জুলাই থেকে শুরু হচ্ছে যাত্রা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাত্রীরা শুধুমাত্র কনভয়ের মাধ্যমে জম্মু থেকে যাত্রা করুন। পরিকল্পনা অনুযায়ী চললেই নিরাপত্তা নিশ্চিত থাকবে।'

কাশ্মীরের মানুষের উদ্দেশে তাঁর বার্তা, 'এই যাত্রা আপনাদের, এটা আপনাদের অর্থনীতিকে শক্তিশালী করে, পর্যটনকে চাঙ্গা করে তুলবে। তাই সকলে মিলে সহযোগিতা করুন।' গত কয়েক বছরে যাত্রীদের জন্য বিদ্যুৎ, টেলিকম ও থাকার ব্যবস্থায় অনেক উন্নত হয়েছে বলেও জানিয়েছেন মনোজ সিনহা।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের (Kashmir Tourist Spot) পহেলগামে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) মৃত্যু হয়েছে ২৬ পর্যটকের। পাকিস্তানের জঙ্গি সংগঠন এই হামলার দায় নিয়েছে। এরপরই ভারতের সনহে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়।

এই ঘটনার পর পহেলগাম-সহ কাশ্মীরের বিভিন্ন এলাকায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করে প্রশাসন। স্থানীয়দের মাঝেও ছড়িয়ে পড়ে আতঙ্ক, ছোট ব্যবসা ও পর্যটন নির্ভর জীবিকা সংকটে পড়ে। তবে এবার সেই সংকট কাটিয়ে পুরনো ছন্দে ফিরছে ভূস্বর্গ। প্রশাসন আশ্বস্ত করেছে, পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। 


ভিডিও স্টোরি