শেষ আপডেট: 3rd February 2025 13:59
দ্য ওয়াল ব্যুরো: বসন্ত পঞ্চমীর অমৃতস্নানে সোমবার ভোররাত থেকে লাখে লাখে ভক্ত ডুব দিলেন প্রয়াগরাজের গঙ্গা, যমুনা, সরস্বতীর ত্রিবেণী সঙ্গম ঘাটে। এদিন সকাল ১০টা পর্যন্ত আনুমানিক ৮১ লক্ষ পুণ্যার্থী মোক্ষস্নান বা শাহিস্নান সারলেন। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভে এপর্যন্ত ৩৫ কোটি ভক্ত স্নান করেছেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এখনও ২৩ দিন বাকি রয়েছে কুম্ভমেলার। প্রশাসনের অনুমান, সেই পর্যন্ত অন্তত ৫০ কোটি মানুষের আনাগোনা হবে ত্রিবেণী সঙ্গমে।
বসন্ত পঞ্চমী শুধু সরস্বতীর আরাধনারই দিন নয়, এদিন কুম্ভে ডুব দিলে মানুষের জ্ঞানচক্ষুর উন্মীলন হয়, চরিত্র শুদ্ধ হয় বলে পুণ্যার্থীদের বিশ্বাস। এদিন থেকেই শুরু হয় হোলির কাউন্টডাউন। আর ৪০ দিন পরেই আসছে দেশের অন্যতম উৎসব হোলি বা দোলপূর্ণিমা। আগের অমৃতস্নানের দিন পদপিষ্টের ঘটনার জেরে রবিবার রাত থেকেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্রমাগত নজর রাখছেন পরিস্থিতির উপর।
এদিকে, এদিনই মৌনী অমাবস্যার অমৃতযোগে পদপিষ্টের ঘটনায় জনস্বার্থ মামলার শুনানি গ্রহণ করতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট। এই দুর্ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে দেশের শীর্ষ আদালত আবেদনকারীকে হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছে। মহাকুম্ভের ভিড় সামাল দিতে উত্তরপ্রদেশ সরকারের গাফিলতি, অমনোযোগী মনোভাব এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তোলা হয়েছিল সর্বোচ্চ আদালতে। সোমবার সেই আবেদন খারিজ করে আবেদনকারী আইনজীবী বিশাল তিওয়ারিকে এলাহাবাদ হাইকোর্টে যাওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারকে নিয়ে গঠিত বেঞ্চ।