নিজস্ব ছবি
শেষ আপডেট: 18 February 2025 11:54
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সুপ্রিম কোর্টে শোনা হয় বিখ্যাত ইউটিউবার রণবীর আল্লাবাদিয়ার কেস। উঠে আসে একাধিক বিষয়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে 'সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ও তার ধরন' প্রসঙ্গ। এই নিয়ে টুকটাক কথা শোনা গেলেও আগে এভাবে গুরুত্ব দিয়ে আলোচনা হয়নি এমন কোনও প্ল্যাটফর্মে।
এদিন বিচারপতিদের তরফে রীতিমতো ভর্ৎসনা করা হয়। ইউটিউবের কন্টেন্ট প্রসঙ্গে বলা হয়, 'কিছু একটা করতে হত তাই এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগাতে শুরু করে মানুষ। অপব্যবহার শুরু হয়।'
বিচারপতি সূর্য কান্ত ও এন কোটিশ্বর সিং এরপর কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁদের বক্তব্য, ইউটিউবে কোন ধরনের কন্টেন্ট দেখানো হবে বা কোন বয়সে কোনটা দেখানো হবে, সেসব নিয়ে যদি সরকার পদক্ষেপের পরিকল্পনা করে তাহলে 'খুশি হব।'
এক্ষেত্রে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ আদালতের তরফে অ্যাটর্নি জেনারেল ভেঙ্কটরমনি ও সলিসিটার জেনারেল তুষার মেহতার সাহায্য চেয়েছে। যাতে ইউটিউবে অশ্লীল কন্টেন্ট রোধে পদক্ষেপ করা যায়। রণবীর আল্লাবাদিয়ার মামলার পরবর্তী শুনানিতে তাঁদের উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট নিয়ে মঙ্গলবার বিধানসভায় মন্তব্য করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, আজকাল সকলের হাতেই মোবাইল রয়েছে। বাচ্চা থেকে বড় সবাই সোশ্যাল মিডিয়া করতে পারেন। তাই কোনও কন্টেন্ট পোস্ট করার আগে বা শেয়ার করার আগে ভেবে করা উচিত। মুখ্যমন্ত্রী সরাসরি রণবীর আল্লাবাদিয়ার ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেননি। তবে ওয়াকিবহল মহলের দাবি, সরাসরি এই সঙ্গম বিতর্কে কোনও মন্তব্য না করলেও মুখ্যমন্ত্রী এদিন এই আবহে সকলকে সতর্ক করে বোঝাতে চেয়েছেন, ইচ্ছে হলেই যা খুশি পোস্ট করে দেওয়া যায় না। তাতে সমাজের কী ক্ষতি হতে পারে সেটাও ভেবে দেখা দরকার।