Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
৫ বছরের সন্তানকে নিয়ে গায়েব রাশিয়ান মা, চন্দননগর মামলায় দু'জনকেই খুঁজে আনতে বলল সুপ্রিম কোর্টনাগপঞ্চমীর মেলায় সাপেদের ভিড়, মুহুর্মুহু ফণায় ভক্তদের উল্লাস! ভিডিও দেখে শিউরে উঠল নেটপাড়াগোপালগঞ্জ কিলিং: ২০ জুলাই বাংলাদেশে হরতাল ডাকল আওয়ামী লিগের সহযোগী সংগঠনগুলিরেনুকাস্বামী হত্যাকাণ্ড: দর্শনের জামিন নিয়ে কর্নাটক হাইকোর্টের রায়ে অসন্তোষ সুপ্রিম কোর্টের বক্সারের ‘গব্বর’ চন্দন মিশ্র কে? পাটনার হাসপাতালে ঢুকে খুনের অপরাধীকে খুন শত্রুদলের‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর সঙ্গে তুলনা শিবাজির হানার, বাবর ‘হত্যাকারী’, NCERT-র বই ঘিরে বিতর্ক'বাড়ি তৈরির টাকা দেয় না কেন্দ্র', পিছিয়ে পড়াদের জন্য নিউটাউনে 'নিজন্ন', 'সুজন্ন' উদ্বোধন মমতার'ও আমাকে জোর করে...' দিব্যি চলছিল লিভ-ইন, ভুল বোঝাবুঝি হতেই হেনস্থার অভিযোগ তুললেন তরুণী!ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এখন পেশাদার শিল্পী, মনের গোপনে ভারতে বসে ছবি আঁকার স্বপ্ন!ফাঁসির সাজা থেকে তিন অভিযুক্তকে মুক্তি দিল হাইকোর্ট! হারিয়ে যাওয়া ১১ বছর নিয়ে প্রশ্ন
obscene content on YouTube

অশ্লীল কন্টেন্টে চটলেন বিচারপতি, সঙ্গম-বিতর্কে ইউটিউবের বিরুদ্ধে কড়া হতে বললেন কেন্দ্রকে

বিচারপতি সূর্য কান্ত ও এন কোটিশ্বর সিং এরপর কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

অশ্লীল কন্টেন্টে চটলেন বিচারপতি, সঙ্গম-বিতর্কে ইউটিউবের বিরুদ্ধে কড়া হতে বললেন কেন্দ্রকে

নিজস্ব ছবি

শেষ আপডেট: 18 February 2025 11:54

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সুপ্রিম কোর্টে শোনা হয় বিখ্যাত ইউটিউবার রণবীর আল্লাবাদিয়ার কেস। উঠে আসে একাধিক বিষয়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে 'সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ও তার ধরন' প্রসঙ্গ। এই নিয়ে টুকটাক কথা শোনা গেলেও আগে এভাবে গুরুত্ব দিয়ে আলোচনা হয়নি এমন কোনও প্ল্যাটফর্মে। 

এদিন বিচারপতিদের তরফে রীতিমতো ভর্ৎসনা করা হয়। ইউটিউবের কন্টেন্ট প্রসঙ্গে বলা হয়, 'কিছু একটা করতে হত তাই এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগাতে শুরু করে মানুষ। অপব্যবহার শুরু হয়।'

বিচারপতি সূর্য কান্ত ও এন কোটিশ্বর সিং এরপর কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁদের বক্তব্য, ইউটিউবে কোন ধরনের কন্টেন্ট দেখানো হবে বা কোন বয়সে কোনটা দেখানো হবে, সেসব নিয়ে যদি সরকার পদক্ষেপের পরিকল্পনা করে তাহলে 'খুশি হব।'

এক্ষেত্রে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ আদালতের তরফে অ্যাটর্নি জেনারেল ভেঙ্কটরমনি ও সলিসিটার জেনারেল তুষার মেহতার সাহায্য চেয়েছে। যাতে ইউটিউবে অশ্লীল কন্টেন্ট রোধে পদক্ষেপ করা যায়। রণবীর আল্লাবাদিয়ার মামলার পরবর্তী শুনানিতে তাঁদের উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। 

সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট নিয়ে মঙ্গলবার বিধানসভায় মন্তব্য করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, আজকাল সকলের হাতেই মোবাইল রয়েছে। বাচ্চা থেকে বড় সবাই সোশ্যাল মিডিয়া করতে পারেন। তাই কোনও কন্টেন্ট পোস্ট করার আগে বা শেয়ার করার আগে ভেবে করা উচিত। মুখ্যমন্ত্রী সরাসরি রণবীর আল্লাবাদিয়ার ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেননি। তবে ওয়াকিবহল মহলের দাবি, সরাসরি এই সঙ্গম বিতর্কে কোনও মন্তব্য না করলেও মুখ্যমন্ত্রী এদিন এই আবহে সকলকে সতর্ক করে বোঝাতে চেয়েছেন, ইচ্ছে হলেই যা খুশি পোস্ট করে দেওয়া যায় না। তাতে সমাজের কী ক্ষতি হতে পারে সেটাও ভেবে দেখা দরকার।


ভিডিও স্টোরি