শেষ আপডেট: 29th September 2023 19:16
দ্য ওয়াল ব্যুরো: হাতে মাত্র দু’দিন। তারপরই ২ ও ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের মেগা ধর্না কর্মসূচি। ইতিমধ্যে রাজধানীতে পৌঁছেছে ৫০ লক্ষেরও বেশি বঞ্চিত মানুষের চিঠি।
কর্মসূচি সফল করতে ১ অক্টোবরের মধ্যে দিল্লিতে পৌঁছবেন তৃণমূলের সর্বস্তরের নেতা, কর্মীরা। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে নেতাজি ইন্ডোরে আসতে শুরু করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্লক নেতৃত্ব। সূত্রের খবর, আজ রাতে তাঁরা থাকবেন নেতাজি ইন্ডোরেই। আগামীকাল অর্থাৎ ৩০ সেপ্টেম্বর সকাল ৮টায় হাওড়া থেকে বিশেষ ট্রেনে তাঁদের দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে দল।
তৃণমূলের বক্তব্য, একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার টাকা হোক কিংবা রাস্তার কাজ বন্ধ সহ রাজ্যের একাধিক পাওনা মেটাচ্ছে না কেন্দ্রের মোদী সরকার। রাজনীতিতে পেরে না উঠে বাংলার মানুষকে ভাতে মারতেই বিজেপির এই চক্রান্ত। যা নিয়ে বারবারই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
দলের রাজ্য নেত্রী শশী পাঁজার কথায়, “এটা শুধু তৃণমূলের কর্মসূচি নয়। এটা মানুষের কর্মসূচি। লড়াইটাকে দমিয়ে দেওয়া, বন্ধ করার জন্য ওরা কত নীচে নামতে পারে, তার প্রমাণ ঘোষিত কর্মসূচির দিনেই অভিষেককে তলব করা হল। আসলে আমাদের আন্দোলন নিয়ে বিজেপি ভীত সন্ত্রস্ত। তাই ওরা বুঝতে পারছেন না কোথায় আরম্ভ করবেন, কোথায় থামবেন!”
বৃহস্পতিবারই অভিষেককে নতুন করে নোটিস পাঠিয়েছে ইডি। যদিও ৩ সেপ্টেম্বর ইডির অফিসে নয়, দিল্লিতে দলীয় কর্মসূচিতেই ব্যস্ত থাকবেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়ে দিয়েছেন অভিষেক। শশী পাঁজা বলেন, “আগেরবার ইন্ডিয়া জোটের বৈঠক থাকা সত্ত্বেও অভিষেক হাজিরা দিয়ে এসেছিলেন। এবারে আপ যাবেন না। কারণ, বিজেপির অঙ্গুলিহেলনেই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ন্ত্রিত হয়, তা জলের মতো পরিষ্কার।”