শেষ আপডেট: 15th January 2025 12:41
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের পর থেকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে বহু জল্পনার মধ্যেই মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন যে, দিল্লিতে সর্বশক্তি দিয়ে বিজেপি বিরোধী লড়াই চালাচ্ছে আম আদমি পার্টি। একটিবারের জন্যও দেশের প্রাচীনতম দলের নাম না করে ইন্ডিয়া জোটের তৃতীয় বৃহত্তম দলের সেকেন্ড-ইন-কমান্ড ইঙ্গিত দিয়ে দিলেন এবার থেকে কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রেখে চলবে ঘাসফুল নেতৃত্ব।
এদিন ফলতায় এক সাংবাদিক সম্মেলনে অভিষেক বলেন যে, ইন্ডিয়া জোট গড়ে উঠেছিল শক্তির ভারসাম্যের নিরিখে। অর্থাৎ যে যেখানে শক্তিশালী, সেখানে তারা প্রার্থী দেবে। সেইভাবেই ভোটে লড়াই হয়েছে। তিনি আরও বলেন যে, দিল্লিতে বিজেপি বিরোধী লড়াই সর্বশক্তি দিয়ে চালিয়ে যাচ্ছে আপ। তাই তাঁদের সমর্থন অবশ্যই আপের দিকেই থাকবে। রাজ্যেও যেমন ভোটের সময় তৃণমূলের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছিল আপ, আরজেডি, সমাজবাদী পার্টি তেমনই যে রাজ্যে যে বিজেপি বিরোধী দল শক্তিশালী তাদের দিকেই থাকবে তৃণমূল। তা ডিএমকে-ও হতে পারে।
কিছুদিন আগেই আরজে়ডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের মুখে প্রথম শোনা যায় যে, ইন্ডিয়া জোটের নেতৃত্ব এবার কংগ্রেসের বদলে অন্য কারও হাতে তুলে দেওয়ার কথা। স্পষ্টতই লালুপ্রসাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেছিলেন। তারপর থেকে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাও বলেছিলেন যে, ইন্ডিয়া জোটের প্রয়োজনীয়তা ফুরিয়েছে মনে করলে তা তুলে দেওয়া উচিত। এমনকী গত মঙ্গলবার এনসিপি নেতা শারদ পাওয়ারও একই দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন।
ইন্ডিয়া জোটের প্রাসঙ্গিকতা বিশেষ করে গুরুত্ব হারায় যখন অরবিন্দ কেজরিওয়ালের দল দিল্লি বিধানসভা নির্বাচনে একা লড়ার সিদ্ধান্ত নিয়ে সব আসনে প্রার্থী ঘোষণা করে দেয় তখন থেকেই। আপাতত দিল্লি বিধানসভা দখলের লড়াইয়ে সম্মুখ সমরে নেমে ইন্ডিয়া জোটের দুই শরিকদল আপ ও কংগ্রেস রোজ একে অপরের দিকে কাদা ছিটোচ্ছে। সে কারণে এদিন অভিষেক যে ইঙ্গিত দিয়েছেন তাতে এটা অত্যন্ত স্পষ্ট হয়ে ধরা পড়েছে যে, রাজধানীতে আপের দিকেই সোজাসাপটা সমর্থন রয়েছে তৃণমূল দলের। কংগ্রেসের পক্ষে নয়।
রাজ্যে তৃণমূলের দিকে বিজেপির আঙুল তোলার সাফাই দিতে গিয়ে অভিষেক লখিমপুর খেরি ও প্রাক্তন কুস্তি ফেডারেশনের সভাপতি ও এমপি ব্রিজভূষণ শরণ সিংয়ের নামও টেনে আনেন। বিজেপি তাদের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ উপেক্ষা করেও কোনও ব্যবস্থা নেয়নি বলে জানান তৃণমূল নেতা।