শেষ আপডেট: 5th February 2025 12:35
দ্য ওয়াল ব্যুরো: বুধবার শুরু হচ্ছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে (Bengal Global Business Summit 2025)। দুপুর ২টোর সময়ে আনুষ্ঠানিক ভাবে সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বাণিজ্য সম্মেলনে (BGBS 2025) আমন্ত্রণ না পাওয়ার জন্য তীব্র হতাশা জানালেন শাসক দলেরই বিধায়ক তথা শিল্পপতি কৃষ্ণ কল্যাণী।
বুধবার সকালে এ ব্যাপারে সোশাল মিডিয়ায় পোস্ট করে কৃষ্ণ কল্যাণী লিখেছেন,“উত্তর দিনাজপুরের জন্য এটি সত্যিই একটি বড় ধাক্কা যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৫-এর জন্য একটি আমন্ত্রণপত্রও ইস্যু করা হয়নি”।
এ ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে দ্য ওয়ালকে রায়গঞ্জের বিধায়ক বলেন, “আমি প্রথমে শিল্পপতি পরে তৃণমূলের বিধায়ক। রাজ্যে বাণিজ্য সম্মেলন হচ্ছে। সেই সম্মেলনে উত্তরবঙ্গের একটি জেলা হিসাবে উত্তর দিনাজপুরের প্রতিনিধিত্ব থাকা উচিত। কারণ, আমরাও এই জেলায় বিনিয়োগ চাই। কর্মসংস্থান চাই। উন্নতি চাই।” তাঁর কথায়, “আমাকে অনেকে প্রশ্ন করছিল, আমরা আমন্ত্রণ পেয়েছি কিনা। কত জনকে আর উত্তর দেব! তাই সমাজমাধ্যমে হতাশার কথা জানিয়েছি”।
কৃষ্ণ কল্যাণী আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমার কোনও খেদ নেই। এটা আয়োজকদের ত্রুটি। তাঁদেরই উত্তরবঙ্গের প্রতিনিধিত্বের কথা আরও গুরুত্ব দিয়ে মাথায় রাখা উচিত ছিল।
তাৎপর্যপূর্ণ হল, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কথা বারবারই বলেন, তা হল—“আমি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বুঝি না। আমার কাছে বাংলা একটাই”। সন্দেহ নেই, উত্তরবঙ্গের মানুষের আবেগের কথা বুঝেই এমন বলেন অভিষেক। এই সব সাত সতেরো প্রেক্ষাপটে কৃষ্ণ কল্যাণীর মন্তব্য এদিন বেশ অনুরনিত হয়েছে উত্তর দিনাজপুর তথা উত্তরবঙ্গে। তা নবান্নেরও চোখে পড়েছে বা পড়বে হয়তো।