শেষ আপডেট: 3rd October 2023 13:37
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সোমবার দিল্লি থেকে সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার যন্তরমন্তরে রয়েছে তৃণমূলের মেগা সমাবেশ। এমন আবহে মঙ্গলবার রাতের বিমানেই দিল্লি উড়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে বৈঠক রয়েছে শুভেন্দুর। সূত্রের খবর, সন্ধেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন শুভেন্দু। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একগুচ্ছ দাবি জানাতে পারেন তিনি।
অগস্টের শেষে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল দত্তপুকুর। বিস্ফোরণে মৃত্যু হয় ৯ জনের। ওই ঘটনার জেরে ফের সামনে এসেছিল রাজ্যে বেআইনি বাজির রমরমা কারবারের প্রসঙ্গ। সূত্রের খবর, সেই সময়ই স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিরোধী দলনেতা। এদিন ফের ওই প্রসঙ্গটি শাহের দরবারে তুলবেন বিরোধী দলনেতা।
অন্যদিকে বিভিন্ন প্রকল্পে রাজ্যের গরমিল নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির হাতে শুভেন্দু একাধিক তথ্যও তুলে দেবেন বলে সূত্রের খবর। বস্তুত, এদিন তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার আগে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বসছেন সাধ্বী।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভা ভোটের আগে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে অভিষেকের নেতৃত্বে তৃণমূল যেভাবে বাংলার আন্দোলনকে দিল্লি নিয়ে গিয়েছে ঠিক একইভাবে রাজ্যের ওপর পাল্টা চাপ তৈরি করতে একই সময়ে রাজধানী দিল্লিতে গিয়েছেন শুভেন্দু। তবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুভেন্দু এই প্রথম শাহের কাছে দরবার করবেন এমনটা নয়। তবে অতীতের তুলনায় বর্তমান প্রেক্ষাপট আলাদা। তাই একদিকে যন্তরমন্তর থেকে অভিষেক কী বার্তা সামনে আনেন সেদিকে যেমন নজর থাকবে রাজনৈতিক বিশ্লেষকদের তেমনই শাহ-শুভেন্দুর সাক্ষাতের দিকেও নজর রাখছে সংশ্লিষ্ট মহল।