শেষ আপডেট: 5th February 2025 18:06
দ্য ওয়াল ব্যুরো: অহিন্দু কর্মচারীদের বিরুদ্ধে পদক্ষেপ করল তিরুপতির পরিচালন সমিতি। ১৮ জন অহিন্দু কর্মচারীকে বলা হল অবসর নিয়ে নিতে। মন্দির এবং ধর্মীয় আস্থা রক্ষার জন্য এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
ওই ১৮ জন কর্মচারীর বিরুদ্ধে তিরুপতির উৎসবে যোগ দেওয়ার পাশাপাশি অন্য ধর্মের নিয়ম তিরুপতিতে পালনের অভিযোগ ওঠে। শুরু হয় তদন্ত। তারপরই তিরুমালা তিরুপতি দেবস্থনম অর্থাৎ তিরুপতির পরিচালন সমিতি জানিয়ে দেয় ১৮ জনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।
তারপরই বোর্ডের তরফে জানানো হয়, ১৮ জনকে হয় স্থানান্তরিত করা হবে অন্যত্র নাহয় অগ্রিম অবসর নিতে বলা হবে। এই দুইয়ের মধ্যে যেকোনও একটি পথ বেছে নিতে হবে তাঁদের। পাশাপাশি হিন্দু ধর্মের কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।